বিরাট কোহলি মঙ্গলবার গুয়াহাটিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। ভারত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩৭৩ রান। ওই রান তাড়া করে ৬৭ রানে হেরেছে শ্রীলঙ্কা।
তাদের হার আগেই লেখা হয়ে গিয়েছিল। তবে ওই ম্যাচ অসাধারণ এক সেঞ্চুরি করেছেন লঙ্কান অধিনায়ক দাশুন শানাকাও। ছয়ে নামা ব্যাটারের ব্যাট থেকে আসে ৮৮ বলে ১০৮ রানের হার না মানা ইনিংস। তিনি ১২টি চার ও তিনটি ছক্কা তোলেন। কিন্তু ৯৮ রানে থাকতে তাকে ‘মানকাডিং আউট’ করে দেন পেসার মোহাম্মদ শামি।
বোলিং করতে গিয়ে শামি বল ডেলিভারির ঠিক আগে হাত ছুঁইয়ে স্ট্যাম্প ভেঙে দেন। আম্পায়ার রান আউটের জন্য থার্ড আম্পায়ার কল করেন। এমন সময় এগিয়ে আসেন রোহিত শর্মা। তিনি শামির সঙ্গে কথা বলে এবং আম্পায়ারের সঙ্গে আলাপ করে রান আউটের আবেদন প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত সেঞ্চুরি পেয়ে যান শানাকা।
মাঠে ক্রীড়াসুলভ আচরণের অনন্য নজির রাখা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, অসাধারণ খেলতে থাকা শানাকা ওভাবে আউট হয়ে ফিরে যাক তারা তা চাননি, ‘শামি কী ভেবে ওভাবে তাকে আউট করতে গেছে আমি জানি না। শানাকা তখন ৯৮ রানে, পুরো ইনিংসজুড়ে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। আমরা তাকে ওভাবে আউট করতে পারি না।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়