‘আজাদী’ শব্দে আপত্তি, জাবি শিক্ষার্থীর মোবাইল ফোন জব্দ করলেন প্রক্টর

সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মোবাইল ফোন দুদিন জব্দ রাখার পর ফিরিয়ে দিয়েছেন প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান। 

দুদিন ধরে তল্লাশি চালিয়েও রাষ্ট্রবিরোধী কোনো কথোপকথন ও নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় বুধবার দুপুরে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়েছে।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে ‘স্ব-চিন্তন’ নামক একটি পাঠ প্রস্তাবনার মোড়ক উন্মোচনের আয়োজন করে একদল শিক্ষার্থী। আয়োজন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে ৪৭ ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেলের ব্যক্তিগত মোবাইল ফোন পাসওয়ার্ডসহ জব্দ করেন। 

এ ছাড়া আরিফ আগে থেকে ‘গণতন্ত্র মঞ্চ’ ও ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র সঙ্গে যুক্ত থাকায় প্রক্টরিয়াল বডি তাকে জেরা করে। পরে দুদিন জব্দ করে রাখার পর বুধবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে আরিফের মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়। এ সময় মোবাইলে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার কোনো তথ্যপ্রমাণাদি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন প্রক্টর।

প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, গত সোমবার মোড়ক উন্মোচন করার সময় আমরা সেখানে উপস্থিত হই। এ সময় তাদের বক্তব্যে কিছু শব্দ উঠে আসে, যেগুলো আপাত বিচারে সরকার ও রাষ্ট্রবিরোধী বলে মনে হয়েছে। তাই আমরা তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল ফোনটি নিয়ে আসি।

বিতর্কিত শব্দ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে আরিফ সোহেল বলেন, আমাদের পাঠ প্রস্তাবনায় ‘আজাদী’, ‘জাহেলিয়াত’, ‘হুকুমাত’ শব্দগুলো থাকায় প্রশাসন আপত্তি জানায়। একপর্যায়ে জেরা শেষে তারা আমার ফোনটি নিয়ে নেয়।
এই বিভাগের আরও খবর
মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ, ২ হাজার জিপিএ-৫

মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ, ২ হাজার জিপিএ-৫

সমকাল
স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান, লাগবে না ভর্তি ফি

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান, লাগবে না ভর্তি ফি

দ্যা ডেইলি ক্যাম্পাস
এইচএসসিতে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

এইচএসসিতে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

নয়া দিগন্ত
উপাচার্যকে নিয়ে জেড আই পান্নার বক্তব্যের প্রতিবাদ ঢাবির

উপাচার্যকে নিয়ে জেড আই পান্নার বক্তব্যের প্রতিবাদ ঢাবির

কালের কণ্ঠ
টাইমস-এর সেরা তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি-বুয়েট

টাইমস-এর সেরা তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি-বুয়েট

কালের কণ্ঠ
একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন

যুগান্তর
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া