রোববার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করায় কুমিল্লার সহিংসতা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তারা যদি কঠোর হতো তাহলে এত সহিংসতা হতো না। এর পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলেও জানান তিনি।
কুমিল্লার ঘটনা দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যকে ম্লান করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার সঠিক পদক্ষেপ নিলে কুমিল্লা ও চৌমুহনীতে প্রাণহানি ও সহিংসতা হতো না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকারের মদদেই নানুয়ারদীঘির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল
কুমিল্লার ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারদলীয় নেতাদের বক্তব্যকে মিথ্যাচার দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমানউল্লাহ আমানের ফাঁসকৃত ফোনালাপ সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কুমিল্লার নানিয়ারদীঘিতে গুজব তৈরি ও মন্দিরে হামলায় সরকারের মদদ রয়েছে। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার পরিকল্পিতভাবে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো কারণ ছাড়া পূজামণ্ডপগুলোতে অস্থিরতা হয়নি। এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে।
এ সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়েই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে কি না, সেটাও তদন্তের মাধ্যমে বের করা হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়