‘আসল’ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

আহা সেকি উল্লাস! দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এরপর অজিদের প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়। সেই আত্মবিশ্বাসের হাওয়ার বেলুনে চড়ে উড়তে উড়তে বিশ্বকাপে আসে বাংলাদেশ দল। কিন্তু হায়! টানা চার হারে চুপসে গেছে সেই বেলুন। সেমিফাইনালে খেলার স্বপ্ন উবে গেছে। ঠিক সেই মুহূর্তে আজ আবারো অজিদের মুখোমুখি মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এবার দেশের মাটিতে নয়, ভিন ভূমিতে টাইগারদের দেখা হবে ‘আসল’ অস্ট্রেলিয়ার সঙ্গে।

কারণটা সবারই জানা, বিশ্বকাপে খেলা অজি দলের কোনো ক্রিকেটারই ছিল না সর্বশেষ বাংলাদেশ সফরে। দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার রিজার্ভ দলে রাখা হয়েছে বাংলাদেশ সফরে স্কোয়াডে থাকা অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান ও অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা নাথান এলিসকে। স্কোয়াডে ফিরেছেন দলটির সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে না থাকা সব তারকা। ইনজুরির কারণে এই সিরিজগুলোতে থাকতে না পারা নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও ফিরেছেন। বাংলাদেশ সময় বিকাল ৪টায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে টাইগাররা জয়ে ফিরে ভক্ত-সমর্থকদের দিতে চান সান্ত¡না। কিন্তু বাস্তবতা যে ভীষণ কঠিন! এমন ম্যাচের আগে দলকে সাহস জোগালেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। জানিয়ে দিলেন খেলতে হবে শুধু দেশের কথা ভেবে। সাবেক লঙ্কান স্পিনার বলেন, ‘প্রথম ব্যাপার হলো, দেশের হয়ে খেলার সময় দেশকে প্রতিনিধিত্ব করার সেই গর্ব ও দায়িত্ববোধ থাকতে হবে। তারপর সবারই উপলব্ধি করতে হবে, কার দায়িত্ব কোনটি এবং কার ভূমিকা কেমন। শ্রীলঙ্কার হোক বা বাংলাদেশের, নিজের শক্তির জায়গা ও দায়িত্বটা জানা জরুরি।’

বাংলাদেশ সফরে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, প্যাট কামিন্স ও কেইন রিচার্ডসন নিজেদের সরিয়ে নিয়েছিলেন। তবে বিশ্বকাপ দলে ঠিকই জায়গা ফিরে পেয়েছেন তারা। এবারের দলে নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটার জস ইংলিস। অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগারের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে সুযোগ হয়েছে বাংলাদেশ সিরিজে থাকা মিচেল সোয়েপসনের। আর শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করতে চায় মাহমুদুল্লাহরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অল আউট হয় বাংলাদেশ। হার মেনে নিতে হয় ৬ উইকেটের। এর পরও দলের পেস তারকা তাসকিন আহমেদ প্রত্যয়ী কণ্ঠে বলেন, অন্তত অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা শেষ একটি উপহার দিতে চান দেশবাসীকে। সুপার টুয়েলভে টানা চার ম্যাচে পরাজিত হয়ে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে আরও একটি হারের অর্থ হবে- টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে টানা ষষ্ঠবারের মতো টাইগারদের জয়হীন থাকা। এখন পর্যন্ত মূল রাউন্ডে বাংলাদেশের একমাত্র জয়টি আসে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে। দলের হয়ে তাসকিন স্বীকার করে নিয়েছেন তারা ব্যর্থ। তবে স্পষ্ট করে জানিয়েছেন যতটা খারাপ হচ্ছে ততটা তারা নন। তিনি বলেন, ‘আসলে আমরা ভালো খেলিনি, আমি বিশ্বাস করি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে খেলেছি, আমরা তার চেয়ে ভালো দল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কয়েকটি সহজ ম্যাচ হেরেছি, যে ম্যাচগুলো জয়ের সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।’

বিশ্বকাপ শুরুর আগে নিজ মাঠে সম্প্রতি প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে দ্বিপক্ষীয় সিরিজে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জেতে টাইগাররা। উইকেটের মানের বিচারে ওই জয় নিয়ে প্রশ্ন জাগে। ৪-১ ব্যবধানের জয় সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে। দু’দল এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে, এরমধ্যে পাঁচটিতে জিতেছে অজিরা। তবে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো জয় পায়নি টাইগাররা।

বাংলাদেশ এখন পর্যন্ত ১১৯ ম্যাচ খেলে ৪৩টি জিতেছে। ৭৪ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ৩১টি ম্যাচ খেলেছে টাইগাররা। এতে মাত্র ৭টিতে জিতেছে। এর মধ্যে ছয়টিই এসেছে বাছাই পর্বে।
এই বিভাগের আরও খবর
৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

ভোরের কাগজ
রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

যুগান্তর
১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

মানবজমিন
ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

কালের কণ্ঠ
৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

জাগোনিউজ২৪
পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়