গাজীপুরের শ্রীপুর পৌরসভায় নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক দেলোয়ার হুসাইনকে (৩২) কুপিয়ে আহত করা হয়েছে। গত ৯ মার্চ হামলার পর থেকে গুরুতর আহত দেলোয়ার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন তিনি।
শ্রীপুর পৌর কাউন্সিলর হাবিবুল্লাহকে হামলার হুকুমদাতা হিসেবে মামলার আসামি করা হয়েছে। এছাড়া ফাহাদ আহম্মেদ, রাজিব আহমেদ, সুলতান উদ্দিন, মোস্তাকিম, রিফাত আকন্দসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ ও আহতের স্বজনরা জানান, গত ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বিএ’র পক্ষে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন দেলোয়ার হুসাইন। অভিযুক্ত কাউন্সিলরও একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচিত কাউন্সিলরের পক্ষে কাজ না করায় নির্বাচনের পরদিন তার বাড়িতে হামলা করা হয়। গত ৯ মার্চ রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের তিন রাস্তার মোড়ে অভিযুক্তরা দা, লাঠিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে দেলোয়ারের ওপর অতর্কিতে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়