ফুটবলে অলিখিতভাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যালন ডিঅরসহ নানা পুরস্কারের ছোঁয়ায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এ দুজনের মাঝে।
দুই তারকার ভক্ত-অনুরাগীরাও প্রতিদ্বন্দ্বিতায় মাতেন সবসময়। মেসি না রোনাল্ডো— যুগের সেরা কে? এ নিয়ে চলে বাকবিতণ্ডা। পরিসংখ্যানের পশরা মিলিয়ে বসেন ভক্তরা।
এবার সেই প্রশ্নের উত্তরে দারুণ এক জবাব দিয়েছেন দুই তারকারই একসময়ের সতীর্থ জেরার্ড পিকে।
চার বছর রোনাল্ডোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পর বার্সেলোনায় মেসির সঙ্গী হন পিকে।
মেসির সঙ্গে কাতালানে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তাই মেসি-রোনাল্ডোর বিষয়ে পিকের চেয়ে ভালো জানা নেই হয়তো আর কারও।
সম্প্রতি এক ক্রীড়া দৈনিক এই স্প্যানিশ তারকাকে জিজ্ঞেস করে, তার কাছে সেরা খেলোয়াড় কে?
জবাবে মেসি ও রোনাল্ডো— দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ হন পিকে। বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। শুধু ফুটবলেরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই। আমি সবসময় বলি— মেসির এমন প্রতিভা আছে, যেটি অন্য কারও নেই। আমি বোঝাতে চাচ্ছি, তার বল কন্ট্রোল করার যে ক্ষমতা। মেসির পা থেকে বল দুই মিটার দূরেও যায় না। এটা সবসময় তার পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা আর কারও মধ্যে দেখিনি। আর ক্রিশ্চিয়ানো আলাদা ধরনের ফুটবলার। অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী এবং একদম পরিপূর্ণ। রোনাল্ডো যে কোনো কিছু করতে পারে। সে হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়