ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত বেড়ে ৪১

রাশিয়া সোমবার ইউক্রেনের শহরগুলোতে ৪০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনজুড়ে চালানো এই হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। সবচেয়ে মারাত্মক এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

সোমবার প্রকাশ্য দিবালোকে কিয়েভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পর বাবা-মা তাদের শিশুদের জড়িয়ে ধরে হাসপাতালের বাইরে চলে যান। তারা রাস্তায় হাঁটছিলেন এবং হতবাক হয়ে কাঁদছিলেন। হামলায় হাসপাতালের জানালাগুলো ভেঙে যায়। ভবনের ব্যাপক ক্ষতি হয়।

কিয়েভে শত শত বাসিন্দা এখন ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাহায্য করছে। এএফপি সাংবাদিকরা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং মধ্য কিয়েভ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা দেখা গেছে। এ ছাড়া কিয়েভের শিশু হাসপাতালের কর্মকর্তাদের বিতরণ করা ছবিগুলোতে দেখা যায়, মানুষ ধ্বংসস্তূপের মাঝে খনন করছে, ভেঙে পরা ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। এ ছাড়া রক্তমাখা পোশাক পরা চিকিৎসাকর্মীদেরও সেখানে দেখা যায়।

হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, ‘রুশ সন্ত্রাসীরা’ আবারও বিভিন্ন শহর—কিয়েভ, দিনিপ্রো, ক্রিভি রিগ, স্লোভিয়ানস্ক, ক্রামতোর্স্কে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ করেছে।

৩৩ বছর বয়সী স্বিতলানা ক্রাভচেঙ্কো রয়টার্সকে বলেন, ‘ভীতিকর এক পরিস্থিতি ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি আমার সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রেখে বাঁচানোর চেষ্টা করছিলাম, যাতে শ্বাস নিতে পারে।’

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রাবিরতি করেন। সেখানে তিনি বলেন, রাশিয়ার এই হামলায় তিন শিশুসহ ৩৭ জন নিহত হয়েছেন।

অন্যদিকে আহত হয়েছেন আরও ১৭০ জনেরও বেশি মানুষ। তবে রয়টার্ষের প্রতিবেদনে বলা হয়েছে ৪১ জন। 
বিমান প্রতিরক্ষা ৩৮টির মধ্যে ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে। তবে কিয়েভের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে তিন শিশুসহ ২৭ জন মারা গেছে এবং দুই ঘণ্টা পরের হামলায় ৮২ জন আহত হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখা এক বার্তায় জেলেনস্কি বলেন, হামলায় শিশুদের হাসপাতাল, কিয়েভের একটি মাতৃত্ব কেন্দ্র, শিশুদের নার্সারি এবং ব্যবসায়িক কেন্দ্র ও বাড়িসহ ১০০ টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে। কেবল উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয় না। সমবেদনা কোনো অস্ত্র নয়।’
এই বিভাগের আরও খবর
আবাসন নিয়ে অসন্তোষ বাড়ছে উন্নত দেশগুলোয়

আবাসন নিয়ে অসন্তোষ বাড়ছে উন্নত দেশগুলোয়

প্রথমআলো
বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা

বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা

প্রথমআলো
খাবার কিনতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

খাবার কিনতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

নয়া দিগন্ত
এবার পশ্চিমবঙ্গের হাসপাতালে রোগীর বিরুদ্ধে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ

এবার পশ্চিমবঙ্গের হাসপাতালে রোগীর বিরুদ্ধে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ

বাংলা ট্রিবিউন
আদালতের নির্দেশনা উপেক্ষা, অবশেষে ব্রাজিলে বন্ধ হলো এক্স

আদালতের নির্দেশনা উপেক্ষা, অবশেষে ব্রাজিলে বন্ধ হলো এক্স

কালের কণ্ঠ
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ৪ ফিলিস্তিনি সাংবাদিক

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ৪ ফিলিস্তিনি সাংবাদিক

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া