২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর ‘শক্তি প্রদর্শন’ করতে ময়দানে নামবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বা   পিটিআই। এই পরিস্থিতিতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পাক প্রশাসন। ধারা ১৪৪ হল একটি আইনি বিধান যা জেলা প্রশাসনকে সীমিত সময়ের জন্য একটি এলাকায় চার বা তার বেশি লোকের সমাবেশকে নিষিদ্ধ করার ক্ষমতা দেয়।

গত সপ্তাহে, ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেয়া হয়েছিল, কিন্তু তাদের সতর্ক করার পরে ছেড়ে দেয়া হয় বলে জানায় পুলিশ। 

এদিকে চুরি করা ম্যান্ডেট, লোকদের অন্যায়ভাবে গ্রেপ্তার এবং সংবিধানের ২৬তম সংশোধনী পাসের বিরুদ্ধে পিটিআই-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক বিক্ষোভের ডাক দিয়েছেন। তার এই কর্মসূচি ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে দেশটির শাসক জোট। রাজধানী ইসলামাবাদে আগামী দু’মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। এর ফলে আগামী ২৪ নভেম্বর ইমরান খানের কর্মসূচির সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ইমরান খান এই  বিক্ষোভকে পিটিআইয়ের জন্য একটি লিটমাস পরীক্ষা বলে অভিহিত করেছেন এবং দেশের আইনি সম্প্রদায়, সুশীল সমাজ এবং বিদেশি সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের অফিস থেকে জারি করা একাধিক বিজ্ঞপ্তির অনুলিপি ডন-এর হাতে এসেছে। যেখানে বলা হয়েছে, ‘সমাজের কিছু অংশ বেআইনি সমাবেশ করার পরিকল্পনা করেছে … যা জনজীবনকে ব্যাহত করতে পারে। এই  কারণে শান্তির উদ্দেশে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। রাজধানীতে পাঁচ বা ততোধিক লোকের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে, কারণ  এর জেরে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে। মানুষের আঘাতের কারণ হতে পারে, জনজীবন ও নিরাপত্তা  বিপন্ন, জনসাধারণের সম্পত্তি নষ্ট হতে পারে।’

বিজ্ঞপ্তি অনুসারে, সাউন্ড সিস্টেম ব্যবহার করে সকল প্রকার আপত্তিকর/সাম্প্রদায়িক  বক্তৃতা এবং উপদেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট আতশবাজি, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সংস্থাগুলি ছাড়া অন্য কারও দ্বারা আগ্নেয়াস্ত্র প্রদর্শনের পাশাপাশি ১৪৪ ধারার অধীনে হ্যান্ড-বিল, প্যামফলেট বিতরণ এবং পোস্টার লাগানো নিষিদ্ধ করেছেন।
এই বিভাগের আরও খবর
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
নেতানিয়াহুর বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা

নেতানিয়াহুর বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা

নয়া দিগন্ত
শনিবার পেরুতে সাক্ষাৎ করবেন বাইডেন-শি

শনিবার পেরুতে সাক্ষাৎ করবেন বাইডেন-শি

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া