ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বুধবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে নানা অনিয়মের অভিযোগে গত ১০ নভেম্বর বিকেলে আইনজীবীদের বার্ষিক সাধারণ সভায় ওই আদালতের বিচারককে ২৮ নভেম্বরের মধ্যে আদালত ত্যাগ করার আল্টিমেটাম দেওয়া হয়। বিচারক আদালত ত্যাগ না করায় গত ২৯ নভেম্বর ওই আদালত বর্জন করেছিলেন আইনজীবীরা।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত মঙ্গলবার দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রুস্তম আলীকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার সরকার সমকালকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আইনজীবীরা ওই আদালত বর্জন করেছিলেন। বিচারক প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আদালত বর্জন করে আসছিলেন। এরপর বুধবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বিচারক রুস্তম আলীকে প্রত্যাহার করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের চিঠিও এসেছে।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনূর রহমান শাহীন সমকালকে বলেন, বিচারক রুস্তম আলী ওই আদালতে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে পড়েন। এ রকম নানা অভিযোগ এনে অনেক আইনজীবী ও ভুক্তভোগীরা আইনজীবী সমিতিতে দরখাস্ত করেছিলেন। এরপর সাধারণ সভায় আইনজীবীদের সিদ্ধান্তে ২৮ নভেম্বর ওই বিচারককে আদালত ত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু তিনি আদালত ত্যাগ না করায় আমরা ২৯ নভেম্বর থেকে ওই আদালত বর্জন করেছিলাম। বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে। এখন আমরা আগামী রোববার থেকে আদালতে যাব।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়