ভারতের অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। আজ শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
গত মঙ্গলবার থেকেই অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অনন্তপুর জেলার কাদিরি শহরে গভীর রাতে প্রবল বৃষ্টির কারণে একটি পুরানো তিন তলা ভবন ধসে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। ভবনের ধ্বংসস্তূপে ৪ জনের বেশি আটকা পড়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালসিমা অঞ্চল। এছাড়া রাজ্যের চিত্তুর, কাদাপা, কুরনুল ও অনন্তপুর জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কাদাপা বিমানবন্দর।
তামিলনাড়ু ও কেরালায়ও বৃষ্টির কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কেরালার পাথানামথিট্টা জেলায় পাম্বা নদীর পানি বৃদ্ধির কারণে রোববারের পাম্বা এবং সবরিমালার তীর্থযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
খবরে বলা হয়, রাজ্যের তিরুপতিতে শত শত তীর্থযাত্রী বন্যায় আটকা পড়েছেন। বন্যার কারণে বাড়িঘর ও মন্দির বন্ধ করে দেয়া হয়েছে। বন্যায় রাষ্ট্রীয় পরিবহনের তিনটি বাস বিকল হয়ে পড়েছে এবং সেখান থেকে অন্তত ১২ জনকে এখনো উদ্ধার করা যায়নি। তিরুমালা পাহাড়ে যাওয়ার রাস্তাও বন্ধ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়