সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবের সাম্প্রতিক একটি ফ্যাশন শো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এই ফ্যাশন শো নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামিক পণ্ডিতরা।

খবরে বলা হয়েছে, যে বিষয়কে নিয়ে বিতর্ক তা হলো এই ফ্যাশন শোতে ‘গ্লাস ইন্সটলেশন’ (কাচ দিয়ে তৈরি একটা বস্তু) দেখানো হয়েছিল যা পবিত্র কাবা শরিফের মতো দেখতে।

সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ‘রিয়াদ সিজন’-এ এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে মূলধারার আরব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও।

সমালোচকদের বক্তব্য, এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা করা। তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। 

গুজব রুখতে কাজ করে এমন এক সৌদি সংগঠনও জানিয়েছে, ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক, তা একটা কাচের তৈরি ঘনকাকৃতির একটা বস্তু মাত্র।

বিষয়টা নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের ‘অ্যান্টি রিউমর অথরিটি’ বা গুজব বিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরিফের আদলে তৈরি কোনও বস্তু ব্যবহারের বিষয়টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এটা কাচের তৈরি একটা ঘনকাকৃতির কাঠামো, যার সঙ্গে কাবার কোনও সম্পর্ক নেই। 

দেশটিতে ‘অ্যান্টি রিউমর অথরিটি’ হলো একটা স্বাধীন সৌদি মিডিয়া প্ল্যাটফর্ম যা অনলাইন রিউমর বা গুজবকে ট্র্যাক করে এবং তার সত্যতা সম্পর্কে যাচাইও করে। তবে সমালোচনার উত্তরে সৌদি আরবের সরকারি গণমাধ্যমের ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও অনেক ইসলামি ব্যক্তিত্ব এই ঘটনাকে ‘ইসলামের অবমাননা’ বলে মনে করেছেন।

কট্টরপন্থী কেউ কেউ আবার আরও একধাপ এগিয়ে বলেছেন যে এই ‘বিকৃত’ প্রদর্শনীতে যা করা হয়েছে তা ‘শয়তানের কার্যকলাপ’। সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসব সমালোচনাকে ওই দেশকে বদনাম করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে। 

ইন্টারনেটে ‘টেলিগ্রাম’ এবং ‘ফেসবুক’ মারফত এই অনুষ্ঠানের ভিডিও এবং ছবি শেয়ার করা হচ্ছে। তারিক অব্দ আল-হলিম, একজন কানাডীয় ইসলামী লেখক। তিনি ‘টেলিগ্রাম’-এ হিদায়াত আলসারি নামে পোস্ট শেয়ার করেন।

তিনি লিখেছেন, আরব উপদ্বীপে বহু ঈশ্বরবাদ একটা আনুষ্ঠানিক ধর্ম হিসেবে ফিরে এসেছে। তারিক অব্দ আল-হলিম যা লিখছেন সেটি ফ্যাশন শোতে ব্যবহৃত কাবার মতো দেখতে ওই কাঠামোর দিকেই ইঙ্গিত করে।

কেউ কেউ আবার একে ‘পৌত্তলিক প্রথার’ সঙ্গেও তুলনা করেছেন। এদিকে, কট্টরপন্থীদের অনেকেই এই বিতর্কের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সলমানের নাম জুড়ে দিয়ে তাকেও নিশানা করেছেন। 

নিশানায় সৌদি যুবরাজ
মরক্কোর ধর্মীয় নেতা আল-হাসান বিন আলি আল-কিত্তানি বলেছেন, এই ঘটনা মূল্যবোধের অবক্ষয় ও দুর্নীতির লক্ষণ। তার অভিযোগ, বেশিরভাগ পণ্ডিতই এই ঘটনায় নীরব থেকেছেন। শুধুমাত্র কয়েকজন ‘সত্যের কণ্ঠস্বরই’ এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন।

এর মধ্যে মধ্যে অনেকেই ফ্যাশন শো'র এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবের ক্ষমতাসীন পরিবারের সমালোচনা করেছেন। দীর্ঘদিন ধরেই জিহাদি এবং অনেক কট্টরপন্থীদের ‘শত্রু’ হিসেবে তারা পরিচিত।

সিরিয়া-ভিত্তিক চিন্তাবিদ আবদেল রহমান আল-ইদ্রিসির দাবি, কাবার মতো দেখেতে কোনও কাঠামোর চারপাশে মডেলদের নাচ আসলে সৌদি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানের নির্দেশে হয়েছে।

তথাকথিত ইসলামিক স্টেট-এর একজন সমর্থক ফেসবুকে সৌদি যুবরাজকে ‘অনৈতিক ব্যভিচারী’ বলে কটাক্ষ করার পাশাপাশি অভিযোগ তুলেছেন যে তিনি (সৌদি যুবরাজ) ‘ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতার মেয়র

বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতার মেয়র

মানবজমিন
রাশিয়ার আটককেন্দ্রে যৌন নির্যাতনের শিকার হয় ইউক্রেনের পুরুষরা: জাতিসংঘ

রাশিয়ার আটককেন্দ্রে যৌন নির্যাতনের শিকার হয় ইউক্রেনের পুরুষরা: জাতিসংঘ

বাংলা ট্রিবিউন
শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

সমকাল
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪২

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪২

বাংলা ট্রিবিউন
পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য ১৪০ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা আমেরিকার

পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য ১৪০ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা আমেরিকার

নয়া দিগন্ত
অনড় বুশরা বিবি, উত্তাল ইসলামাবাদের ডি–চকেই বিক্ষোভ করতে এগোচ্ছেন

অনড় বুশরা বিবি, উত্তাল ইসলামাবাদের ডি–চকেই বিক্ষোভ করতে এগোচ্ছেন

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া