তদন্তের স্বার্থে আবারও ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের শিকার ছাত্রী। পাবনার গ্রামের বাড়ি থেকে বাবাকে নিয়ে বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাস গেটে পৌঁছন তিনি। এরপর দুজন সহকারী প্রক্টরের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে তাকে দেশরত্ন শেখ হাসিনা হলে নিয়ে যাওয়া হয়।
হল প্রভোস্টের ডাকে ক্যাম্পাসে এসেছেন বলে জানান ওই ছাত্রী। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটিও ক্যাম্পাসে অবস্থান করছেন। তারাও ভুক্তভোগী ও অন্যদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
এর আগে তদন্ত কমিটির ডাকে গত ১৮ ও ২০ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আসেন তিনি। এ সময় নির্যাতনের রাতের ভয়ানক বর্ণনা দিয়েছিলেন তদন্ত কমিটির সামনে। তাদের সঙ্গে ঘটনাস্থলেও গিয়েছিলেন ওই ছাত্রী।
ভুক্তভোগী বলেন, ‘আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তবুও তদন্তের স্বার্থে আমি প্রভোস্ট স্যারের ডাকে ক্যাম্পাসে এসেছি। যতবার ডাকবে আসব, কিন্তু এর সর্বোচ্চ শাস্তি চাই আমি। আমার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়।’
সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, প্রভোস্টের নির্দেশনা অনুযায়ী আমরা ওই ছাত্রীকে রিসিভ করে হলে দিয়ে এসেছি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়