সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে। শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে তথ্য চেয়ে শূন্য পদের চাহিদা আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ সূত্র জানায়, এ নিয়ে পরিকল্পনা হয়েছে। এটি এখন প্রক্রিয়াধীন। শিক্ষকদের তথ্য পাওয়ার পর আগামী তিন মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি হতে পারে।
সূত্র আরও বলছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে মাত্র সাড়ে ১৯ হাজার পদ পূরণ হয়েছে। আরও ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা রয়েছে। এ ছাড়া চলতি বছর ২০ থেকে ২৫ হাজার পদ অবসরের কারণে শূন্য হয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। এ নিয়ে কাজ শেষ হলে আগামী তিন মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি হতে পারে।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা কি ১ লাখ কি না, জানতে চাইলে তিনি বলেন, কত পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে, এটা এখন বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে ১ লাখ। এ নিয়ে বিস্তারিত আরও পরে জানানো যাবে।
অন্য একটি সূত্র জানায়, এ মুহূর্তে শূন্য পদের সংখ্যা লক্ষাধিক। এবার বেশি শূন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে। কারণ, ইতিমধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে যোগ্য প্রার্থীর সংকট কাটবে।
সূত্র আরও জানায়, গত ৩০ অক্টোবর এনটিআরসিএ অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে, যা ই-রিকুইজিশন নামে পরিচিত। এ কার্যক্রমে তথ্য দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। অনলাইনে চাহিদা ফি জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর পর্যন্ত।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়