একটি গবেষণা প্রতিষ্ঠানের মান কেমন তা বিচারে বেশকিছু মানদণ্ড রয়েছে। প্রকাশনার সংখ্যা ও গুণগত মান, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা, বৈজ্ঞানিক গবেষণায় নেতৃত্ব প্রদানসহ বেশকিছু বিষয় বিবেচনায় নেয়া হয় এক্ষেত্রে। এ ধরনের আটটি মানদণ্ড বিবেচনায় নিয়ে প্রতিবারের মতো এ বছরও বৈশ্বিক স্বাস্থ্যসেবা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি র্যাংকিং প্রকাশ করেছে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস। এ তালিকায় উন্নত বিশ্বের পাশাপাশি এশিয়ার অনেকগুলো প্রতিষ্ঠানের নাম থাকলেও একমাত্র আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) ছাড়া বাংলাদেশের কোনো স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান স্থান পায়নি। স্বাস্থ্যসেবায় গত দুই দশকে বেশ অগ্রগতি করেছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবে দেশের অনেক গবেষক আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ সুনামও কুড়িয়েছেন। কিন্তু সে তুলনায় গড়ে উঠছে না ভালো কোনো প্রতিষ্ঠান।
২০২০ সালে সিমাগো ইনস্টিটিউশনস র্যাংকিংসে (এসআইআর) বিশ্বের ১২ শতাধিক প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। এসআইআরের হেলথ র্যাংকিং বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন দেশের হাসপাতাল, মেডিকেল কলেজ, ইনস্টিটিউট ও সেন্টার জায়গা পেয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের ১৪টি স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান এ তালিকায় স্থান পেয়েছে। স্বাস্থ্য গবেষণায় অবদানের জন্য এসআইআরে স্থান নেয়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। বৈশ্বিকভাবে ৬২৪তম অবস্থানে থাকা আইসিএমআর দেশটির বায়োমেডিকেল রিসার্চের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান। এছাড়া ভারতের পাঁচটি হাসপাতাল ও কয়েকটি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট রয়েছে সিমাগো-স্কপাসের ওই তালিকায়।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়