আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান বলেছে, একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা উন্মোচন এবং পারমাণবিক অস্ত্রাগারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়ার কয়েকদিন পরই ক্ষেপনাস্ত্রগুলো উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে কাইচন থেকে স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) উড়ে যায়। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং সেগুলো কোথায় অবতরণ করেছে তা উল্লেখ করা হয়নি।

একটি বিবৃতিতে জেএসসি বলেছে, ‘আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি সুস্পষ্ট উসকানি হিসেবে দৃঢ়ভাবে নিন্দা জানাই, যা কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।’

এসময় আরও কোনপ্রকার উসকানি দেওয়া হলে অপ্রতিরোধ্যভাবে প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতিও দিয়েছে জেএসসি।

জাপানের উপকূলরক্ষীরা জানিয়েছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণর প্রায় ৩০ মিনিট পর আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জাপানি প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, অন্তত একটি ক্ষেপণাস্ত্র উত্তরের পূর্ব অভ্যন্তরীণ উপকূলের কাছে পড়েছিল। এসব উৎক্ষেপণ ‘সহ্য করা যায় না।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে, তারা এই উৎক্ষেপণের বিষয়ে সতর্ক রয়েছে এবং সিউল ও টোকিওর সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে।

এর আগে, বৃহস্পতিবার বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের প্রথম উৎক্ষেপণ ছিল সেটি। তখন একটি নতুন ৬০০-এমএম রকেট সিস্টেমের পরীক্ষা চালিয়েছিল দেশটি।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হওয়ার মধ্যে এ ধরনের উৎক্ষেপণের ঘটনা সামনে এলো। দক্ষিণ কোরিয়ার জেসিএস বলেছে, রাশিয়ায় রফতানির জন্য এই অস্ত্র পরীক্ষা করা হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের অভিযোগ,অর্থনৈতিক ও অন্যান্য সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পিয়ংইয়ং।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগদানের জন্য রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মস্কোতে প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করেছেন তিনি। এসময দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন তারা।
এই বিভাগের আরও খবর
আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

বাংলা ট্রিবিউন
ইরানে হিজাব পরা নিয়ে নারীদের বিরক্ত করবে না পুলিশ—পেজেশকিয়ান

ইরানে হিজাব পরা নিয়ে নারীদের বিরক্ত করবে না পুলিশ—পেজেশকিয়ান

বণিক বার্তা
রুশ সেনাবাহিনীতে সদস্য বৃদ্ধির আদেশ দিলেন পুতিন

রুশ সেনাবাহিনীতে সদস্য বৃদ্ধির আদেশ দিলেন পুতিন

বাংলা ট্রিবিউন
পুতিনের হুমকি বিষয়ে প্রশ্ন, রেগে গেলেন বাইডেন

পুতিনের হুমকি বিষয়ে প্রশ্ন, রেগে গেলেন বাইডেন

নয়া দিগন্ত
শিক্ষার্থীদের বিক্ষোভে মনিপুর ছেড়ে পালালেন গভর্নর

শিক্ষার্থীদের বিক্ষোভে মনিপুর ছেড়ে পালালেন গভর্নর

নয়া দিগন্ত
‘আমি বাইডেন কিংবা ট্রাম্প নই’ : হ্যারিস

‘আমি বাইডেন কিংবা ট্রাম্প নই’ : হ্যারিস

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া