আবারো প্রকাশ্যে ট্রাম্প, ২০২০ সালের নির্বাচনকে বললেন প্রহসন

আবারো প্রকাশ্যে এসে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে স্থানীয় সময় শনিবার রিপাবলিকান পার্টির নেতা হিসেবে বক্তব্য রেখেছেন তিনি। অভিযোগ করেছেন ২০২০ সালের নির্বাচন নিয়ে, সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে।

এ সমাবেশেও করোনাভাইরাসের জন্য চীনকে দায়ী করেন ট্রাম্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়টি খোলাসা করেননি ট্রাম্প। তবে পরবর্তী নির্বাচনের বছরটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানান তিনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সহিংসতা ও বিদ্বেষ উসকে দেয়ার অভিযোগে ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হলেও রিপাবলিকান সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা কমেনি ট্রাম্পের।

ট্রাম্পের সমাবেশের ১ হাজার ২৫০ টিকেটের সবগুলোই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ট্রাম্প বলেন, `আমি জানতাম এমনটাই ঘটবে। কানায় কানায় পূর্ণ থাকবে এ হল। সব রেকর্ড ভেঙে যাবে।'

অবশ্য আগে অনেকবারই এর চেয়ে বড় সমাবেশে অংশ নিয়েছেন ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর তিন মাসের ব্যবধানে দ্বিতীয় বলে আগ্রহ বেশি ছিল এ জনসমাবেশ নিয়ে।

নভেম্বেরের নির্বাচনে হারের পর প্রথম গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে জনসমাবেশ করেছিলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই বড় বড় জনসমাবেশে দেখা যাবে তাকে।

প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করে পূর্বসূরি ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পর নিজেদের চোখের সামনে দেশকে ধ্বংস হয়ে যেতে দেখছি আমরা।’

মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দলীয় প্রচারণায় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের অস্তিত্ব রক্ষার লড়াই হবে আসন্ন ভোট। প্রতিটি পর্যায়ে রিপাবলিকানদের ভোট দিয়ে ক্ষমতায় আনলেই কেবল দেশকে রক্ষা করা সম্ভব। এটা আমাদের করতে হবে। স্বাধীনতা রক্ষায় এর বিকল্প নেই।’

৯০ মিনিটের ভাষণজুড়ে আক্রমণাত্মক আর বর্ণবিদ্বেষী বক্তব্য দিয়ে গেছেন এই নেতা। বাইডেনের সীমান্ত নীতির সমালোচনা, চীনের নিন্দা, ডেমোক্র্যাটদের কট্টর বামপন্থি বলা আর `জাতিবিদ্বেষী' বক্তব্যের বিভিন্ন অংশে উল্লাসে ফেটে পড়েন ট্রাম্প সমর্থকরা।

রাজনৈতিক সংবাদভিত্তিক পোর্টাল পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, নেটিভ আমেরিকানদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘টাকা খেয়ে আমার বিরুদ্ধে ভোট দিয়েছে ইন্ডিয়ানরা। তৃতীয় বিশ্বের মতো একটা নির্বাচন ছিল সেটি, যেটা আমাদের দেশে এর আগে কখনো হয়নি।’

তিনি আরো্ বলেন, ‘২০২০ সালে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, ডেমোক্র্যাট রাজনীতিবিদ আর আমাদের সংবাদমাধ্যমগুলোর দুর্নীতির এর চেয়ে বড় প্রমাণ আর নেই…শতাব্দীর সবচেয়ে জঘন্য অপরাধ ছিল সেটি।’
এই বিভাগের আরও খবর
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়