আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পাঞ্জশিরের প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে ৬০ লাখেরও বেশি মার্কিন ডলার, বিপুলসংখ্যক স্বর্ণের বার ও মোবাইল ফোন জব্দ করার দাবি করেছে তালেবান। খমা প্রেস নিউজ এজেন্সি সোমবার এ খবর প্রকাশ করেছে।
তালেবান যোদ্ধারা একটি ভিডিওর মাধ্যমে ওই বাড়ি থেকে উদ্ধার করা ডলার ও অন্যান্য মূল্যবান সামগ্রী প্রদর্শন করে।
গত মাসে তালেবান বাহিনী কাবুল অবরোধ করলে সালেহ পাঞ্জশির উপত্যকায় পালিয়ে যান। সেখানে তিনি আহমদ মাসুদের সাথে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তবে পাঞ্জশিরের পতন ঘটলে আমরুল্লাহ সালেহ সেখান থেকে তাজিকিস্তানে পালিয়ে যান বলে গুঞ্জন রয়েছে।
পাঞ্জশির দখল তালেবানের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এর আগে কখনো তারা পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেনি। অবশ্য, দুর্গম পাঞ্জশিরের কোনো কোনো এলাকায় এখনো লড়াই চলছে। প্রতিরোধকারীরা লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
গত সপ্তাহে তাজিকিস্তানে নিযুক্ত ক্ষমতাচ্যু আফগান সরকারের রাষ্ট্রদূত বলেছেন, আহমদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ আফগানিস্তান থেকে পালিয়ে যাননি। তারা তালেবানের বিরুদ্ধে এখনো লড়াই করছেন।
ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের নিযুক্ত দুশানবের রাষ্ট্রদূত জাহির আঘবার তাজিকিস্তানের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, সালেহের সাথে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রতিরোধ নেতারা নিরাপত্তাগত কারণে সাধারণ যোগাযোগের বাইরে রয়েছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়