আমেরিকায় বাসার ভিতরে সপরিবারে আত্মঘাতী ভারতীয় পরিবার!

এক ধনী ভারতীয় বংশোদ্ভূত দম্পতি এবং তাদের কিশোরী কন্যার মৃতদেহ তাদের বিলাসবহুল প্রাসাদে পাওয়া গেছে। প্রাসাদটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সবচেয়ে বিত্তশালী এলাকায় অবস্থিত। নরফোক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডিএ) মাইকেল মরিসি জানিয়েছেন, ৫৭ বছর বয়সী রাকেশ কামাল, তার স্ত্রী টিনা (৫৪) এবং তাদের ১৮ বছর বয়সী মেয়ে আরিয়ানাকে ম্যানশনের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।

২০১৯ সালে স্ত্রী টিনা ও মেয়ে আরিয়ানাকে নিয়ে ম্যাসাচুসেটসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ভারতীয় প্রযুক্তিবিদ রাকেশ কামাল। তিনি বস্টন বিশ্ববিদ্যালয়, এমআইটি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। স্ত্রী টিনা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চলে যান হার্ভার্ডে। সেখানকার বিশ্ববিদ্যায়ের কৃতী ছাত্রী ছিলেন। তাই স্বামী-স্ত্রী মিলে প্রযুক্তি সংস্থা গড়ে তোলেন। এর নাম দেন এডুনোভা। মূলত পড়াশোনা সংক্রান্ত কাজ করত এই সংস্থা।

ব্যবসা ফুলেফেঁপে উঠতেই ম্যাসাচুসেটসে ৪০ লাখ ডলার দিয়ে বিশাল বাংলো কেনেন তারা।  প্রাথমিকভাবে কোম্পানি ভাল পারফরম্যান্স করছিল। এই বাংলোটি আসলে ১৯০০০ বর্গফুটের একটি এস্টেট। সেখানে আছে ১১ টি বেডরুম। কিন্তু ২০২১ সালে তাদের ওই সংস্থা দেউলিয়া হয়ে যায়। বাধ্য হয়ে নিজেদের বিশাল বাংলো কম দামে বিক্রি করে দেন। তা ৩০ লাখ ডলারে কিনে নেয় ম্যাসাচুসেটস-ভিত্তিক উইলসনডেল অ্যাসোসিয়েটস এলএলসি।

তারা যখন এটি কিনেছিলেন, তখন এস্টেটটির মূল্য ছিল ৫৪ লাখ ৫০ হাজার ডলার । তাতেও সংস্থাকে উদ্ধার করা যায়নি। এদিকে মেয়ের পড়াশোনা চালানোও কঠিন হয়ে যাচ্ছিলো তাদের পক্ষে। ১৮ বছরে পা দেওয়া আরিয়ানা দামি বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। বছরে তার খরচ প্রায় ৬৫ হাজার ডলার।  ফলে ক্রমশ হতাশায় ডুবে যাচ্ছিলেন ওই দম্পতি। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা।নিজেদের বাড়িতেই তিনজন আত্মঘাতী হন। রাকেশ কামালের দেহের পাশে বন্দুক  উদ্ধার করেছে নরফোক পুলিশ।
এই বিভাগের আরও খবর
সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল

সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল

জনকণ্ঠ
নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নয়া দিগন্ত
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়