আশা জাগিয়েও নিভে গেল ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা। এনডিএ শিবিরের প্রতি সমর্থনের স্পষ্ট বার্তা দিয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। আজ বুধবার নয়া দিল্লিতে এনডিএ শিবিরের বৈঠকে যোগ দেওয়ার আগে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে সংবাদ সম্মেলন করে নাইডু ঘোষণা দেন, ‘আমরা এনডিএ জোটেই আছি।’
মঙ্গলবার ভারতের ১৮ লোকসভা নির্বাচনের গণনা শেষ হয়। ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) পেয়েছে ২৯৩ আসন, এর মধ্যে বিজেপি এককভাবে জয় পেয়েছে ২৪০ আসনে। অন্যদিকে বিরোধীদলের জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩২ আসন, এর মধ্যে প্রধান শরিক দল কংগ্রেসের ঝুলিতে গেছে ৯৯ আসন।
কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন না পেলেও এনডিএ জোট সেই লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। কেন্দ্রে সরকার গঠনের লক্ষে তোড়জোড় শুরু করেছে এনডিএ শিবির। আর তৃতীয়বারের মতো দিল্লিতে সরকার গঠনের লক্ষে শরিক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) এর সঙ্গে মঙ্গলবার রাতেই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এমন এক পরিস্থিতিতে বুধবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে এনডিএ। এরই মধ্যেই দিল্লিতে পৌঁছেছেন জেডিইউ প্রধান নিতীশ কুমার। বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। চলমান লোকসভা নির্বাচনে এবং রাজ্যটির বিধানসভা নির্বাচনে খুব ভালো ফল করেছে টিডিপি। বুধবারই দলের প্রধান নাইডু এনডিএ জোটের সঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে খবর, এনডিএ কেন্দ্রে সরকার গঠন করলে সেক্ষেত্রে লোকসভার স্পিকারের পদ দাবি করতে পারেন নাইডু। জোটের বৈঠকে যোগ দেওয়ার আগে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে সংবাদ সম্মেলন করে নাইডু বলেন, ‘আমার অভিজ্ঞতা রয়েছে, গত কয়েক বছরে আমি দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন দেখেছি। রাজনীতিতে উত্থান-পতন খুব কমন (সাধারণ) বিষয়। আমরা এনডিএ জোটের সঙ্গেই আছি। আমি দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছি।’
এদিকে জোটের রণকৌশল ঠিক করতে আলাদা করে ইন্ডিয়া জোটের পক্ষেও বুধবার দুপুরে নয়া দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে যোগ দিতে একে একে দিল্লিতে উড়ে আসছেন শরীর দলগুলোর শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যেই দিল্লিতে পৌঁছেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বুধবার পাটনা থেকে একই বিমানে দিল্লি পৌঁছান নীতিশ-তেজস্বী। বিমানবন্দর থেকে হাসিমুখেই বেরোতে দেখা যায় বিহারের কাকা-ভাইপোকে।
বুধবার দুপুরে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেকও। অভিষেক জানান, মমতার বার্তা, সর্বশক্তি দিয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রের ক্ষমতায় আসা থেকে এনডিএ জোটকে প্রতিহত করা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়