কথা বলতে হবে কেবল হিন্দি ও ইংরেজিতে। নার্সদের প্রতি এমন নির্দেশ দিয়েছে দিল্লির একটি সরকারি হাসপাতাল। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, দিল্লির গোবিন্দ বল্লভ পন্ত ইনস্টিটিউট হাসপাতালে আসা রোগী বা তার পরিবারের সঙ্গে মালয়ালম ভাষায় যোগাযোগ করেছিলেন এক নার্স। কর্মক্ষেত্রে আঞ্চলিক ভাষার ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে ওই হাসপাতাল। নির্দেশনা জারি করে বলা হয়, ‘রোগী বা তাদের পরিবারের অধিকাংশ লোকই স্থানীয় ভাষা বোঝেন না। অসহায় বোধ করেন। তাই সব নার্সদের শুধু হিন্দি বা ইংরেজি ভাষা ব্যবহারের নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
একজন নার্স বলেন, ‘হাসপাতালটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জনের মতো নার্স রয়েছেন। আমরা সব সময় রোগীর সঙ্গে হিন্দিতে কথা বলি। তাদের সঙ্গে মালায়ালাম ভাষায় কথা বললে কিছু বুঝতে পারবে না। এখন কর্তৃপক্ষ বলছে, আমরা নিজেদের মধ্যেও মালায়ালাম ভাষায় কথা বলতে পারবো না।’
স্বভাবতই এই নির্দেশ নিয়ে আপত্তি রয়েছে হাসপাতালের নার্স সংগঠনের। সংগঠনটি বলছে, একজন রোগী হাসপাতাল কর্তৃপক্ষকে এক নার্সের বিরুদ্ধে মালয়ালম ভাষা ব্যবহারের অভিযোগ করেছেন। তার জেরেই এই নির্দেশনা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই নির্দেশনা আঞ্চলিক ভাষাগুলোর জন্য অবমাননাকর।
দিল্লির নার্স ফেডারেশনও ওই নির্দেশনায় ব্যবহৃত শব্দগুচ্ছের সঙ্গে একমত নয়। গোটা ঘটনায় মানবধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী, শশী থারুর থেকে কে সি বেণুগোপালও ভাষা বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়