যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শাট ডাউন এড়াতে দেশটির কংগ্রেসে পাস হওয়া তহবিল বিলটিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি দ্রুততর সময়ের মধ্যে ইউক্রেনের জন্য সহায়তা বিলটি অনুমোদন করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা কর্মসূচি ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতিতে আমরা যেতে পারি না। আমার সম্পূর্ণ বিশ্বাস মাননীয় স্পিকার ইউক্রেনের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন এবং এই সংকটকালে ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পথ নিশ্চিত করবেন।’
এখানে বাইডেন স্পিকার বলতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থিকে বুঝিয়েছেন।
এছাড়া, বাইডেন চান মার্কিন বাজেটে ইউক্রেনের জন্য ২ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্তি ও এর জন্য এখন মার্কিন আইন প্রণেতাদের আলাদা একটি বিল পাস করাতে হবে। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে ভোট হতে পারে।
গতকাল দেওয়া বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, শাট ডাউন এড়াতে বিল পাস হওয়ার ঘটনাটি আমেরিকানদের জন্য সুখবর।
যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাট ডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাস হয়।
প্রতিবেদনে বলা হয়, বিলটি পাসের ফলে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। কিন্তু গতকাল মধ্যরাতে পাস হওয়া স্টপ গ্যাপ তহবিল বিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি ৪৫ দিনের তহবিল বিলটি প্রস্তাব করেন। পরে এটি কংগ্রেসের উভয় কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাস হয়।বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৩৩৫-৯১ ভোটে পাস হয়। আর ৮৮-৯ ভোটে পাস হয় সিনেটে। বিলটিতে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে বেশি সমর্থন দিয়েছেন।
গণমাধ্যমগুলো জানায়, স্টপ গ্যাপ বিলে ইউক্রেনের জন্য সহায়তার বিষয়টি অন্তর্ভুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন কট্টর ডানপন্থী রিপাবলিকানরা। অবশ্য ম্যাককার্থিসহ রিপাবলিকান নেতাদের কেউ কেউ এটিকে সমর্থনও দিয়েছেন। ম্যাকার্থি আশা করছেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা নতুন ৪৫ দিনের সময়সীমার মধ্যে একটি পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাতে পারবেন। তিনি বলেন, ‘৪৫ দিনের মধ্যে আমরা আমাদের সব কাজ শেষ করতে পারব।’
তার আশা, কট্টর ডানপন্থি রিপাবলিকানরা যারা এই বিলের বিরোধিতা করেছেন তারাও এটি সমর্থন করবেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়