ইউক্রেনের বুচা শহরে ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার এ তথ্য জানিয়েছেন শহরের মেয়র তারাস শাপ্রাভস্কি। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
বুচার ডেপুটি মেয়র তারাস শাপ্রাভস্কি জানিয়েছেন, দুইদিন আগে থেকে রাশিয়ার সেনারা শহর থেকে পিছু হটার পর ৩০০ জনের মরদেহ পান তারা। তাদের মধ্যে ৫০ জনেরও বেশি রুশ সেনাদের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে মৃতদেহের সংখ্যার সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। এসব হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটিও যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ইউক্রেনের এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বুচার কোনো বাসিন্দা রাশিয়ার সেনাদের হাতে সহিংসতার শিকার হয়নি। হত্যাকাণ্ডের বিভিন্ন ছবি ও ভিডিওগুলো উস্কানিমূলক বলে দাবি করে রাশিয়া।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী কিয়েভের সন্নিকটে বুচা শহর ছেড়ে যাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করছে ইউক্রেন। শহর ছেড়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরাও প্রবেশ করে সেখানে। তারা রাস্তার পাশে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তার হাত পিঠের পিছনে বাঁধা ছিল।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়