ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে পাকিস্তানকে মধ্যস্থতাকারীর ভূমিকায় চায় ইউরোপীয় ইউনিয়ন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাহাদ চৌধুরি এ কথা জানান। তিনি বলেন, মধ্যস্থতা করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট। এটি একটি বড় উদ্যোগ, এখন প্রধানমন্ত্রী এ ইস্যুতে বাস্তবিক পদক্ষেপ নেবেন। এ খবর দিয়েছে দ্য নিউজ।
খবরে জানানো হয়েছে, গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল ইউক্রেন ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন। এসময় ইমরান খান যুদ্ধ বন্ধের উপরে জোর দেন। ওই ফোনালাপ নিয়ে একটি টুইটও করেন ইমরান। এতে তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে কথা হলো।
এই সামরিক সংঘাত নিয়ে আমরা উদ্বিগ্ন।
উন্নয়নশীল দেশগুলোর উপরে এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ব্যাপক। আমরা দ্রুত যুদ্ধবিরতির আহবান জানাই। ইমরান আরও বলেন, আমি ইউক্রেনে মানবিক সাহায্যের উপরে জোর দিয়েছি এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহবান জানিয়েছি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়