ইকুয়েডরের কারাগারে দুই গ্যাংয়ের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় পাঁচজনের শিরচ্ছেদ করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন। গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে গত মঙ্গলবার ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। প্রতিবেদনে বলা হয়, কারাগারে ঘটা সহিংসতা দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ ঘটনা।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গিলার্মো লাসো এক সংবাদ সম্মেলনে বলেন, গুয়ায়েকিল কারাগারে যা ঘটছে তা এই মুহূর্তে সবচেয়ে খারাপ ও দুঃখজনক ঘটনা। ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে সন্ত্রাসী গ্রুপগুলো কারাগারগুলোকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ওই কারাগারে নিরাপত্তা বাহিনীর আরও বেশি সংখ্যক সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কারাগারের ভেতর অসংখ্য মৃতদেহ পড়ে আছে। পুরো পরিস্থিতি যুদ্ধক্ষেত্রের মতো। কর্মকর্তারা জানিয়েছেন, দুই গ্যাংয়ের লোকজন আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বোমা নিয়ে লড়াই করেছে।
এপি আরো জানায়, কারাগারের পাইপলাইনে লাশ পাওয়ার কথা জানিয়েছে আঞ্চলিক পুলিশ কমান্ডার ফাউস্তো বুয়েনাও। এ ছাড়া বিবিসিকে তিনি বলেন, কারাগারে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত বন্দিদের আটক রাখা হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০০ পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল বলেও জানান তিনি।
গতকাল বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ঘটা দাঙ্গার ঘটনাটি চলতি বছরে তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক। রাজ্য কারাগার সংস্থা এসএনএআই এক বিবৃতিতে কারাগারে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে। এ ছাড়া কারাগারের অভ্যন্তরে পুলিশ সদস্যদের মোতায়েন এবং সামরিক কর্মকর্তাদের অভিযানের কথাও জানায় রয়টার্স।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়