সোমবার (২২ নভেম্বর) থেকে ইতালিতে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে স্বাস্থ্যকর্মী যেমন নার্স, ডাক্তার, চিকিৎসা সেবার সঙ্গে নিয়োজিত ব্যক্তিরা, অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ টিকা পাবেন।তবে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য সেবায় নিয়োজিত সব ব্যক্তির জন্য বুস্টার বা তৃতীয় ডোজ টিকা বাধ্যতামূলক।
৪০ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ টিকা চালুর নির্দেশনা ছিল আগামী ১ ডিসেম্বর থেকে। ইতালি ও ইউরোপের লাগামহীন করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির জন্য ইতালীয় সরকার তা ২২ নভেম্বর এগিয়ে এনেছে।
প্রথম স্বাস্থ্যকর্মীদের বুস্টার টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে যারা আগে টিকা গ্রহণ করেছেন, সেসব টিকার মেয়াদ পূর্বে ছিল ১ বছর, বর্তমানে তা ৯ মাসে কমিয়ে আনা হয়েছে।
সর্বশেষ টিকার ডোজ গ্রহণের সময় ও নিজের বয়স হিসাব করে ইতালিতে স্থায়ীভাবে বসবাসরত প্রতিটি নাগরিকের রয়েছে বুস্টার ডোজ টিকা গ্রহণের অধিকার। সর্বশেষ টিকা গ্রহণের সময় থেকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা গ্রহণের দিন পর্যন্ত কমপক্ষে ৬ মাস সময়ের ব্যবধান থাকা বাঞ্ছনীয়। বয়স ৪০ এর অধিক হলে এবং সর্বশেষ টিকা গ্রহণের দিন থেকে ৬ মাস হিসাব করে যে কেউ গ্রহণ করতে পারেন টিকার বুস্টার বা তৃতীয় ডোজ।
এ জন্য প্রয়োজন হবে ইতালীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিজিওনাল অফিসের ওয়েব সাইট থেকে নিজের টিকার বুস্টার ডোজ গ্রহণের তারিখ ও সময়ের রেজিস্ট্রেশন। অনেক এলাকার নিকটবর্তী ফার্মেসিতে গিয়ে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যায়। তা না হলে কাফ অফিসে গিয়ে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যায়। যাদের অনলাইন ও ইন্টারনেট ব্যবহারে অভিজ্ঞতা রয়েছে তারা ঘরে বসেও নিজে নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়