ইতালির জালে ৩ গোল, ইউরোর মূল পর্বে ইংল্যান্ড

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এরফলে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। জোড়া গোল করে ইংল্যান্ডের নায়ক অধিনায়ক হ্যারি কেইন। তাদের অন্য গোলদাতা মার্কাস র‍্যাশফোর্ড। শুরুতে ইতালিকে এগিয়ে দিয়েছিলেন জানলুকা স্কামাক্কা।

গত মার্চে প্রথম দেখায় ইতালির মাঠে ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ড। ইউরোর বাছাইয়ে টানা ২২ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত (১৭ জয়, ৫ ড্র) থাকার পর প্রতিপক্ষের মাঠে হারল ইতালি। এর আগে সবশেষ হেরেছিল ২০০৬ সালে, ফ্রান্সের মাঠে ৩-১ গোলে।

জিতলে বা ড্র করলেই মিলবে জার্মানির টিকেট- এই সমীকরণে খেলতে নামে ইংল্যান্ড। তবে পঞ্চদশ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ইতালি। ডান দিক থেকে ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সোর পাস ছয় গজ বক্সে পেয়ে জালে পাঠান স্কামাক্কা।

জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রথম গোল এটি। ৩২তম মিনিটে সফল স্পট কিকে ইংল্যান্ডকে সমতায় ফেরান কেইন। জুড বেলিংহ্যামকে বক্সে ইতালির দি লরেন্সো ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বিরতির আগে দারুণ দুটি সেভ করেন দুই গোলরক্ষক। র‍্যাশফোর্ডের নিচু শট ফেরান জানলুইজি দোন্নারুম্মা। জন স্টোনসের প্রচেষ্টা রুখে দেন জর্ডান পিকফোর্ড। প্রতিপক্ষের আক্রমণ সামলে দারুণ এক পাল্টা-আক্রমণ থেকে ৫৭তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। বেলিংহ্যামের পাস ধরে এগিয়ে সামনে থাকা প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে এড়িয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন র‍্যাশফোর্ড।

৭৭তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান বাড়িয়ে ইংল্যান্ডের তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলেন কেইন। মাঝমাঠের কাছাকাছি থেকে বল ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে ছিটকে ফেলে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন বায়ার্ন মিউনিখ তারকা।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া