ইভিএম নিয়ে আমাদের মধ্যে কোন সংকোচ নেই, আমরা আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়্যাল। তিনি বলেন, ইভিএমে প্রযুক্তিগত কোন ত্রুটি আমরা দেখছি না। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, এতে একটা ভারসাম্য তৈরি হবে। তখন আমাদের জন্য নির্বাচন পরিচালনা করতে সুবিধা হবে।
সোমবার জাতীয় পার্টি (জেপি) ও ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে সংলাপের পর প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, একজন ভোটার তার ফিঙ্গার (বায়োমেট্রিক) দেয়ার পর সেটি ম্যাচ করলে ইভিএমের স্ক্রিনে সবগুলো প্রার্থির প্রতীক ভেসে উঠবে। তিনি ৪০ সেকেন্ড সময় পাবেন তার পছন্দের প্রার্থিকে ভোট দেয়ার জন্য। এখানে আমরা প্রযুক্তিগত কোন অসুবিধা দেখি না।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করব। প্রিজাইডিং অফিসারকে ক্ষমতা দেয়া হবে, যদি কেউ ভোট কেন্দ্রের ভেতরে থাকেন, তাকে বের করে দিতে হবে। যদি তিনি না পারেন তাহলে পুলিশ ডাকবেন। যদি পুলিশও না পারে তাহলে তিনি অবশ্যই ভোট বন্ধ করে দেবেন। যদি কোন অফিসার পেশি শক্তির ভয়ে কাউকে ভেতরে অবস্থানের সুযোগ দেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছি।
সিইসি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে আমাদের জন্য সুবিধা। তাহলে একটা ভারসাম্য তৈরি হবে। কেউ তখন বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না। রাজনৈতিক দলগুলোর সক্রিয় অবস্থানের কারণেই একটা সুষ্ঠ পরিবেশ তৈরি হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়