আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইরানের সঙ্গে সম্প্রতি আলোচনার কথা স্বীকার করেছে সৌদি আরব। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্বগ্রহণের পর গত মাসে উত্তেজনা নিরসনের আলোচনা অনুষ্ঠিত হয়। রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, চতুর্থ ধাপের আলোচনা আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে রিয়াদে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। তিনি বলেন, ‘এসব আলোচনা এখন পর্যন্ত গবেষণামূলক পর্যায়ে রয়েছে আর আমরা আশা করছি এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যকার ইস্যুগুলো নিয়ে আলোচনার ভিত্তি স্থাপন করবে।’
তবে এসব বৈঠক কোথায় হয়েছে বা কোন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন সেই বিষয়ে কিছু জানাননি প্রিন্স ফয়সাল। তবে সৌদি আরব ও ইরানের মধ্যকার আলোচনার খবরকে স্বাগত জানিয়েছেন জোসেফ বোরেল।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে পাল্টাপাল্টি অবস্থান সৌদি আরব ও ইরানের। ২০১৬ সালে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার পর গত এপ্রিলে সর্বোচ্চ পর্যায়ে আলোচনায় সম্পৃক্ত হয়। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির অধীনে ওই আলোচনা শুরু হয়। গত আগস্টে তার জায়গায় দায়িত্ব নেন রাইসি। প্রথম তিন দফার বৈঠক ইরাকে অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়