দক্ষিণ কোরিয়ায় জব্দ করা ইরানের ৫০০ কোটি ডলার ছাড় দেয়ার বিনিময়ে ৫ মার্কিন নাগরিককে জেল থেকে ছেড়ে দিয়েছে ইরান সরকার। ওই অর্থ দোহা’য় ইরানের সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছার পর বন্দিদের মুক্তি দেয় ইরান। এরপরই তারা যুক্তরাষ্ট্রের পথে রওনা হন। ওদিকে যুক্তরাষ্ট্রের জেলে বন্দি ৫ ইরানিকে মুক্তি দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, যে ৫ মার্কিনিকে মুক্তি দেয়া হয়েছে তার মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। ইরান তাদেরকে জেল দিয়েছিল। মুক্তি পেয়ে তারা ভাড়া করা একটি ফ্লাইটে কাতারের রাজধানী দোহা’য় পৌঁছান। সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কিছু কর্মকর্তা। সেখান থেকে তারা ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন। এর মধ্যে আছেন ৫১ বছর বয়সী ব্যবসায়ী সিয়ামাক নামাজি।
তিনি তেহরানের কুখ্যাত ইভিন কারাগারে কাটিয়েছেন প্রায় আট বছর। একই অবস্থা ব্যবসায়ী ইমরাদ শারগির (৫৯) এবং পরিবেশবিদ মুরাদ তাহবাজের (৬৭)। তাহবাজে একই সঙ্গে বৃটিশ নাগরিকও। যুক্তরাষ্ট্র বলেছে, তাদের নাগরিকদের ভিত্তিহীন রাজনৈতিক অভিযোগে জেলে আটকে রাখা হয়েছিল।
এ নিয়ে প্রথমে একটি চুক্তিতে পৌঁছে দুই দেশ। এতে মধ্যস্থতা করে কাতার। এই চুক্তির ফলে বন্দিদেরকে মধ্য আগস্টে ইভিন কারাগার থেকে তেহরানে একটি নিরাপদ বাড়িতে নিয়ে রাখা হয়। অন্যদিকে যে ৫ ইরানিকে যুক্তরাষ্ট্র জেলে পাঠিয়েছিল, তাদের বিরুদ্ধে আছে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাদেরকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সবাই ইরানে ফিরে যাবেন বলে মনে হয় না। এসব নাগরিক হলেন রেজা সারহাঙ্গপুর, কামবিজ আত্তার কাশানি, কাভে লুৎফুলাহ আফরাসিয়াবি, মেহরদাদ মঈন আনসারি এবং আমিন হাসানাজাদেহ।
ওদিকে মার্কিন নাগরিকদের বহনকারী বিমান দোহা অবতরণ করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৫ জন নিরপরাধ মার্কিনিকে ইরান জেলে রেখেছিল। তারা শেষ পর্যন্ত ঘরে ফিরে আসছেন। তারা সবাই বছরের পর বছর যন্ত্রণা, অনিশ্চয়তা এবং দুর্ভোগ সহ্য করেছেন। জো বাইডেন তার দেশের এসব নাগরিককে অন্যায়ভাবে আটকে রাখার কারণে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়