ইয়েমেনে আবারো মার্কিন হামলা, অংশ নেয়নি ব্রিটেন

ইয়েমেনের হাউসি আন্দোলন সমর্থিত সেনা অবস্থানে আজ (শনিবার) ভোররাতে আবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার ভোররাতে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের প্রায় ৩০টি অবস্থানে বিমান হামলা চালানোর ২৪ ঘণ্টার মাথায় আবার আগ্রাসন চালাল মার্কিন সন্ত্রাসী সেনারা।

দু’জন মার্কিন সেনা কর্মকর্তা পরিচয় গোপন করে বার্তা সংস্থা এপিকে বলেছেন, ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত একটি স্থানে আজকের হামলাটি চালানো হয়েছে। প্রথম রাতের হামলায় ২৮টি স্থানের ৬০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হলেও দ্বিতীয় রাতের হামলায় শুধু একটি রাডার অবস্থানে হামলা চালানো হয়েছে।

একটি মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আজ ভোররাতের হামলায় মার্কিন বাহিনী এককভাবে চালিয়েছে এবং এতে ব্রিটেন অংশ নেয়নি। ব্রিটেন গতকালই জানিয়ে দিয়েছিল, তারা আপাতত আর ইয়েমেনে হামলা চালানোর কাজে অংশ নেবে না। ব্রিটেনের আগে ফ্রান্স ও স্পেন শুরু থেকেই ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালাতে রাজি হয়নি।

এদিকে মার্কিন সূত্রে খবর প্রকাশিত হওয়ার আগে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছিল, দেশটির রাজধানী সানার একটি বিমান ঘাঁটিতে ‘আমেরিকা ও ব্রিটেন’ আবার হামলা চালিয়েছে। সানার পাশাপাশ বন্দরনগরী হুদায়দার ওপরও বিমান হামলার খবর দিয়েছিল আল-মাসিরা।

এদিকে ইয়েমেনের রাজধানী সানা থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী সানায় বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হাউসি যোদ্ধাদের সামাজিক মাধ্যমগুলো জানিয়েছে, ‘আমেরিকা ও ব্রিটেন’ আবার সানায় বিমান হামলা চালিয়েছে।

শুক্রবার ভোররাতের ইঙ্গো-মার্কিন হামলার পর হাইসি যোদ্ধারা হুমকি দিয়ে বলেছিলেন, এ ধরনের হামলা চালিয়ে তাদেরকে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর কাজে কেউ বাধা দিতে পারবে না।

তারা শুক্রবার প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের মালিকানাধীন ও ইসরাইলগামি জাহাজগুলোতে হামলা চলতে থাকবে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান

নয়া দিগন্ত
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়