ঈদের পর ৮ মে থেকে একাডেমিক ক্লাস-পরীক্ষা চালুসহ দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। ১৩ দিনের ছুটি শেষে আগামী ৮ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছুটি শুরু হয়েছে আজ সোমবার থেকে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলও ঈদের ছুটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় ছুটি ও হল বন্ধের বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। অফিস আদেশের বরাতে রেজিস্ট্রার জানান, শবে কদর, মে দিবস, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়াও ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগীয় অফিস এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ঈদের পর ৮ মে থেকে একাডেমিক ক্লাস-পরীক্ষা চালুসহ দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। ১৩ দিনের ছুটি শেষে আগামী ৮ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।
৫ মে বৃহস্পতিবার হওয়ায় একবারে ৮ মে থেকেই বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও দাপ্তরিক কাজ শুরু হবে।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম জানান, সোমবার থেকে ৬ মে পর্যন্ত হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে হলের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৭ মে ছাত্রীরা হলে ফিরতে পারবেন।
হল ত্যাগ করার আগে ছাত্রীদের নিজেদের মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে রাখা, নিজ কক্ষে তালা দেয়া, নিজ কক্ষের জানালা বন্ধ রাখা, নিজ কক্ষের লাইট ও ফ্যানের সুইচ বন্ধ রাখা, বাথরুম ও টয়লেটের পানির কল বন্ধ রাখা এবং বেসিন ও ফিল্টারের কল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়