উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলা, গ্রেফতার ৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে আশ্রয়ন-২ প্রকল্পের গৃহহীনদের জন্য ঘর নির্মাণে বাধা দিয়ে সরকারি কর্মচারীদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলাকারীরা নড়িয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহাদী হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এ ঘটনায় নড়িয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ভোজেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাচক গ্রামে নির্মাণাধীন ৩২টি ঘরের কাজ পরিদর্শন করতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে পিআইও গুরুতর আহত হন। তার সঙ্গে উপ-সহকারী প্রকৌশলী অসীম মণ্ডলসহ আরও পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় শহিদুল শিকদার জানান, যেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে সেই জমি এক সময় সবদর গোরাপীর ছেলে বোরহান গোরাপী ও আমজাদ গোরাপীর ছেলে জামাল গোরাপীর পৈত্রিক সম্পত্তি ছিল বলে তাদের দাবি। সম্প্রতি ওই জমি খাস খতিয়ানভুক্ত হয়ে যাওয়ায় সরকার সেখানে দরিদ্র লোকদের ঘর নির্মাণ কাজ শুরু করে। পরে গোরাপী পরিবার মামলা দায়ের করে এবং ওই জমিতে ঘর তোলা বন্ধ রাখতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞার পরও প্রকল্পের কাজ চলমান রাখায় এ হামলা করা হয় বলে জানা গেছে।

হামলায় আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দেশীয় দায়ের কোপে আহাদী হোসেনের মাথা কেটে যাওয়ায় আটটি সেলাই দিতে হয়েছে।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোয়াদ মো. ইকরামুল হক বলেন, ‘পিআইও মাথায় বেশি আঘাত পেয়েছেন। রাতের মধ্যে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।’

ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ব্যাপারী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পটি গত রমজানের আগে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করেন। সেখানে দরিদ্র মানুষের জন্য ৩২টি ঘর নির্মাণের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন সময় সরকারের খাস সম্পত্তি নিজেদের দাবি করে গোরাপীরা পিআইওর উপর হামলা করেছে।’
এই বিভাগের আরও খবর
তুলে নিয়ে কিশোরীকে লঞ্চের কেবিনে ধর্ষণ

তুলে নিয়ে কিশোরীকে লঞ্চের কেবিনে ধর্ষণ

যুগান্তর
আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

বণিক বার্তা
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার

নয়া দিগন্ত
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়