কাজাখস্তানে চলছে ১৭তম ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। এর আগে ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল। তবে মস্কোই শেষ নয়, তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে।
এবার ইউরো এশিয়া উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে। গতকাল ছবিটির প্রথম প্রদর্শনীও হয়ে গেছে। সেখানে অংশ নিয়েছেন পরিচালক আসিফ ইসলাম।
তিনি জানান, গত ২৩ নভেম্বর তিনি কাজাখস্তান পৌছান।
পরদিন উৎসবের উদ্বোধনী আয়োজন ও অতিথিদের সঙ্গে ডিনারে অংশ নেন। সেই অভিজ্ঞতা জানিয়ে আসিফ ইসলাম বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বিশ্বের বড় বড় পরিচালক, ডিওপি, অভিনেতাদের সঙ্গে বসে ডিনার করেছি। তারা এখন বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে বেশ অবগত।
এটা আমাদের চলচ্চিত্র নির্মাতাদের অর্জণ।’ এদিকে গতকাল স্থানীয় সময় পাঁচটায় প্রর্দশিত হয়েছে নির্বাণ। সংলাপবিহীন এই চলচ্চিত্রটি দেখে উচ্ছসিত হয়েছেন দর্শকেরা। আসিফ ইসলাম বলেন, ‘শুরুতে আমি খুব নার্ভাস ছিলাম। তবে দর্শকের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে।
ছবিটির দেখার পর আমি প্রশ্ন উত্তর সেশনে অংশ নিয়েছি। পরে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, দর্শকরা নির্বাণ-এর মতো একটি চলচ্চিত্র তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তারা ফিল্মের ভিজ্যুয়াল স্টাইল এবং সাউন্ড ডিজাইনের জন্য প্রশংসা করেছেন। এটা আমার জন্য একটা বড় পুরস্কার।’
তবে উৎসবে ‘নির্বাণ’ পুরস্কার পাবে কি পাবে না সেটা জানা যাবে আগামী ১ ডিসেম্বর। তার আগেই অবশ্য উৎসব থেকে বিদায় নেবেন পরিচালক আসিফ ইসলাম। আগামীকাল ২৭ নভেম্বর দেশে ফিরবেন তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়