পাকিস্তানকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে দেশটির বর্তমান সরকার। ইসলামাবাদে বিদেশী গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন আশঙ্কার কথা জানান সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় তিনি অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশের বর্তমান সরকারের সমালোচনা করেন। পাশাপাশি দ্রুত নির্বাচন দেয়ার আহবানও জানান পিটিআই দলের প্রধান। এ খবর দিয়েছে আল-জাজিরা।
ইমরান খান সাংবাদিকদের বলেন, সমস্যা হল এই সরকার পাকিস্তানকে কিনারায় ঠেলে দেবে। যদি অর্থনীতি ভেঙে পড়ে এবং আমরা দেউলিয়া হয়ে যাই, তাহলে কি হবে! সেই সংকট সামাল দেয়া আমাদের ক্ষমতার অনেক বাইরে। ইমরান খান বলেন, পরবর্তী সরকারের জন্য পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড় করানো চ্যালেঞ্জের হবে। তবে আগামী নির্বাচনের পর আবারও ক্ষমতায় ফেরার বিষয়ে তিনি আশাবাদী।
ইমরান খান সাংবাদিকদের বলেন, আমি জানি না আমরা কোন পর্যায়ে অর্থনীতিকে পাবো। তবে আমি খুব গুরুতর পরিস্থিতির শঙ্কা করছি, যা ২০১৮ সালে আমরা যে ধরনের অর্থনীতির দায়িত্ব নিয়েছিলাম তার চেয়ে অনেক খারাপ হবে। এরইমধ্যে আমাদের ২০ শতাংশ পোশাক শিল্প বন্ধ হয়ে গেছে।
আমাদের গাড়ি ও মোবাইল ফোন শিল্পের প্রায় ৫০ শতাংশ বন্ধ রয়েছে। বস্ত্রশিল্পে ধর্মঘট চলছে, কৃষকরা ধর্মঘটে গেছেন। রাজনৈতিক স্থিতিশীলতা যত তাড়াতাড়ি হবে, তত দ্রুতই অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে।
আগে থেকেই ধুঁকতে থাকা পাকিস্তানের অর্থনীতি চলতি গ্রীষ্মের নজিরবিহীন এক বন্যায় আরও বিপর্যস্ত হয়েছে। সম্প্রতি দেশটিতে আঘাত হানা আকস্মিক বন্যায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করছে দেশটির সরকার। এদিকে কমে আসছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মুদ্রা রূপির মানের পতন মোকাবিলায় রীতিমতো লড়াই করছে পাকিস্তান। এর মাঝে বন্যায় ১৭০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বাড়িঘর, রাস্তা ও রেলযোগাযোগ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে যাওয়ায় ব্যাপক সংকটের মুখোমুখি হয়েছে দেশটি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়