চাঁদের রূপে মুগ্ধ হয়নি এমন মানুষের সংখ্যা খুবই কম। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তো এক গানে খোদ চাঁদনী পসর রাতে যেন মরণ হয় সেই প্রার্থনাও জানিয়েছিলেন দয়াময়ের কাছে।
তবে সেই চাঁদও সব সময় এক রূপে হাজির হয় না দৃশ্যপটে। সময় ভেদে তারও রূপ বদলায়। কখনো সে আসে বিরলতম ব্লু মুন হয়ে, কখনো উজ্জ্বলতম হয়ে ফটফটে জোছনায় ভাসায় ধরণী তল।
এবার চাঁদ হাজির হচ্ছে আরো বিশেষ রূপে। ‘গোপালি’ রঙে সে ধরা দেবে মানুষের দৃষ্টি সীমায়। আর তার এই রূপের নাম দেয়া হয়েছে ‘পিঙ্ক মুন’।
প্রতি বছরের এপ্রিল মাসের এমন পূর্ণিমার চাঁদকেই বলা হয় পিঙ্ক মুন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, এবার গোলাপি চাঁদ পরিপূর্ণরূপে ধরা দেখা যাবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে দেখা যাবে পিঙ্ক মুন। তবে সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল, তিন দিন দেশটিতে এই চাঁদ দেখা যাবে।
ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই গোলাপি চাঁদ দেখা যাবে আগামীকাল বুধবার।
জ্যোতির্বিজ্ঞান বলে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝবরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। তবে নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়