ওয়ানডেতে এখন আর ছোট দল নয় বাংলাদেশ: এবি ডি ভিলিয়ার্স

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ২০১৯ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বাধিক জয় বাংলাদেশের। সাফল্যের হারেও দুইয়ে টাইগাররা। প্রথমটিতে ভারত এবং পরের তালিকায় বাংলাদেশের আগে কেবল পাকিস্তান। ওয়ানডে সুপার লীগেও উপরের দিকে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই ওয়ানডে বিশ্বকাপ এবং তার আগে একই ফরম্যাটে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সবাই। দিন তিনেক আগে ইংল্যান্ড কোচ এবং সাবেক কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম বলেন, বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। এবার এশিয়া কাপেও টাইগারদের নিয়ে প্রত্যাশা ব্যক্ত করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। 

‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্স বলেন, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এখন আর ছোট দল নয়। তিনদিন পর শুরু হবে এশিয়া কাপ। মহাদেশীয় টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর সম্ভাবনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেল ‘এবি ডি ভিলিয়ার্স থ্রি সিক্সটি’তে একটি ভিডিও প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স। সেখানেই বাংলাদেশকে নিয়ে কথা বলেন প্রোটিয়া কিংবদন্তি।

এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মতে, এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা (শ্রীলঙ্কা) আন্ডারডগ হিসেবে খেলবে। যেকোনো কিছু করে ফেলতে পারে তারা। অন্যদিকে ছোটদলগুলো- বাংলাদেশ, নেপালও ভালো করতে পারে।’

পরক্ষণেই ডি ভিলিয়ার্সের মনে হলো, ওয়ানডেতে বেশ ধারাবাহিক দল এখন বাংলাদেশ। তিনি বলেন, ‘না, বাংলাদেশ এখন আর ছোট দল নয়, তারা বিগত কয়েক বছরে সেটা প্রমাণ করেছে।’ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ৪৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের জয় ২৭ ম্যাচে। হেরেছে ১৬ ম্যাচ। বাকি দুই ম্যাচ ফলহীন। সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের এই তালিকায় শীর্ষে থাকা ভারত ৫৭ ম্যাচ খেলে ৩৪টি জয় পেয়েছে। ভারতের ৩ ম্যাচের ফল হয়নি। পরিসংখ্যানই বলে দেয় যে, ওয়ানডে ফরম্যাটে বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক বাংলাদেশ।

আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তানকে শিরোপার দাবিদার হিসেবে দেখছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘পাকিস্তানের স্কোয়াডের দুয়েকটি নামের সঙ্গে আমি সেভাবে পরিচিত নই, তবে তারা বেশ শক্তিশালী দল। আর বুমরাহ ফেরায় ভারতের জন্য ভালো হয়েছে। তবে চাহালকে (যুজবেন্দ্র) না দেখে আমি কিছুটা অবাক হয়েছি। ভারতও অনেক শক্তিশালী দল।’
এই বিভাগের আরও খবর
লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

কালের কণ্ঠ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 

দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 

বাংলা ট্রিবিউন
প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রথমআলো
বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

সমকাল
পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

কালের কণ্ঠ
আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়