কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বোর্ডের সদর দফতর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।
গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ও গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গড় পাসের হার ৯০ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৩৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। আর জায়্যিদ জিদ্দানে পাস করেছেন (প্রথম শ্রেণি) ২৫ দশমিক ৭৯ শতাংশ; জায়্যিদ (দ্বিতীয় শ্রেণি) ১৫ দশমিক ৭৪ শতাংশ এবং মকবুল (তৃতীয় শ্রেণি) পেয়েছেন ১২ দশমিক ৯ শতাংশ। এছাড়াও রাসিব (অনুত্তীর্ণ) হয়েছেন ৯ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী।
বিভিন্ন স্তরে পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ফজিলত জামাতে পাসের হার ৮৬ দশমিক ৫ শতাংশ, মুমতাজ ১১ দশমিক ১ শতাংশ; সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৬৯ দশমিক ১১ শতাংশ, মুমতাজ ৮ দশমিক ৬ শতাংশ এবং সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ, মুমতাজ ১১ দশমিক ৬৮ শতাংশ।
আর মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৮৩ দশমিক ৯৪ শতাংশ, মুমতাজ ২৩ দশমিক ৮৪ শতাংশ; ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৮৮ দশমিক ২ শতাংশ, মুমতাজ ২৬ দশমিক ৯২ শতাংশ; হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ, মুমতাজ ৪৮ দশমিক ৮৫ শতাংশ এবং ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৯৪ দশমিক ১৪ শতাংশ মুমতাজ ৩৪ দশমিক ৩৮ শতাংশ, ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৫ দশমিক ৫২ শতাংশ, মুমতাজ ৪৭ দশমিক ৭২ শতাংশ। এছাড়াও কেরাত ইজরায় পাসের হার ৯৮ দশমিক ৩ শতাংশ, মুমতাজ ৫৬ দশমিক ১৭ শতাংশ।
মুফতি রুহুল আমিন তার বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরতে এবং শান্তি প্রতিষ্ঠায় ও দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়