কক্সবাজার সৈকতে ভেসে এসেছে বিপুল পরিমাণ মরা মাছ

কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ করে বিপুল পরিমাণ মরা মাছ ভেসে এসেছে। শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সৈকতের কলাতলী পয়েন্টে ঢেউয়ের সঙ্গে ছোট আকারের মাছ ভেসে আসতে দেখা যায়। তবে রোববার সকাল থেকে ওই স্থানে আর কোনো মাছ ভেসে আসতে দেখা যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, সাগরে মাছ ধরতে যাওয়া কোনো নৌকা থেকে জাল ছিঁড়ে এই মাছ ভেসে থাকতে পারে। সেগুলো জোয়ারের পানিতে উপকূলে ভেসে এসেছে। তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন সাগরে দূষণের কারণে মাছ মরে যাচ্ছে। কোনো স্থানে জাহাজ থেকে ফেলে দেওয়া বর্জ্যের কারণে এই দূষণ হতে পারে।

কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমএ মঞ্জুর জানিয়েছেন, সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী দরিয়ানগর পর্যন্ত বিস্তৃত সৈকতজুড়ে শুধু মাছ আর মাছ। ভেসে আসা মাছগুলোর মধ্যে বড় কোনো মাছ নেই। সবই ছোট আকারের ও একই প্রজাতির মাছ।

তিনি জানান, শনিবার বিকেল থেকে আকস্মিকভাবে সাগরের ঢেউয়ের সঙ্গে বিপুল পরিমাণে মরা মাছ ভেসে আসতে থাকে। মাছ ভেসে আসার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপকভাবে প্রচার হয়।

কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. শফিক রহমান বলেন, সৈকতের কলাতলী পয়েন্টে মাছ ভেসে আসার খবর পেয়ে একটি টিম সেখানে পাঠানো হয়। সেখান থেকে মরা মাছ এবং পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে সমুদ্রের পানিতে দূষণের মাত্রা পাওয়া যায়নি। কোনো ব্যাকটেরিয়াজনিত কারণে অথবা অন্য কোনো স্থানে ফেলে দেওয়া বর্জ্যের কারণে মাছগুলোর মৃত্যু হয়েছে কি-না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

শফিক রহমান বলেন, ওই স্থানের জেলেরা দাবি করছেন, ঘের জালে বেশি মাছ আটকা পড়ার কারণে হয়ত কোনো জেলে দলের জাল ছিঁড়ে মাছের মৃত্যু হয়েছে। সেই মাছ জোয়ারের পানিতে ভেসে এসেছে। তিনি জানান, জেলেদের এই তথ্যও যাচাই করে দেখা হচ্ছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানিয়েছেন, সৈকতে কলাতলী পয়েন্টে কয়েক টন মাছ ভেসে আসার ঘটনা ঘটেছে। জোয়ারের পানিতে ভেসে আসা মাছ স্থানীয়রা সংগ্রহ করে নিয়ে গেছে। রোববার সকাল থেকে ওই স্থানে আর কোনো মাছ ভেসে আসার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। 
এই বিভাগের আরও খবর
পাগলা মসজিদে এ পর্যন্ত কত টাকা জমা হলো, কোথায় ও কীভাবে খরচ হয়

পাগলা মসজিদে এ পর্যন্ত কত টাকা জমা হলো, কোথায় ও কীভাবে খরচ হয়

প্রথমআলো
থানা থেকে লুণ্ঠিত অস্ত্র দিয়ে মহাসড়কে ‘প্রেমিকাকে’ গুলি করে হত্যা: এসপি

থানা থেকে লুণ্ঠিত অস্ত্র দিয়ে মহাসড়কে ‘প্রেমিকাকে’ গুলি করে হত্যা: এসপি

বাংলা ট্রিবিউন
৫৪ ধারাকে অপব্যবহারযোগ্য আইনের বিধান মনে করেন ৮২.৫ শতাংশ মানুষ

৫৪ ধারাকে অপব্যবহারযোগ্য আইনের বিধান মনে করেন ৮২.৫ শতাংশ মানুষ

নয়া দিগন্ত
টঙ্গীতে ‘কামু বাহিনী’র প্রধান কামরুল ইসলাম গ্রেপ্তার

টঙ্গীতে ‘কামু বাহিনী’র প্রধান কামরুল ইসলাম গ্রেপ্তার

প্রথমআলো
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

ভোরের কাগজ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২ জন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২ জন

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া