করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর কৃষিঋণের সুদহার কমে ৪ শতাংশে নেমে এসেছে। আবার কৃষকেরা নতুন করে রেয়াতি সুদও ঋণ পাচ্ছেন। এর সুফলও মিলছে। কৃষকেরা ঋণ শোধ করে যাচ্ছেন। যদিও এই সময়ে ঋণ পরিশোধ না করলেও কেউ খেলাপি হবেন না।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, চলতি ২০২০–২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮ হাজার ৪৫৭ কোটি টাকার ঋণ শোধ করেছেন কৃষকেরা। এই অর্থ গত বছরের একই সময়ে কৃষকদের শোধ করা ৬ হাজার ৭৫৮ কোটি টাকার চেয়ে ১ হাজার ৬৯৯ কোটি টাকা বেশি।
জানতে চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী হোসেন প্রধানিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রণোদনা ঋণের প্রায় পুরোটাই বিতরণ করেছি। কৃষকেরাও আগের মতোই ঋণ শোধ করে যাচ্ছেন। সময়টা কৃষি মৌসুম ছিল, এটাও ঋণ শোধের কারণ হতে পারে। আমরা ঋণ আদায়ে কোনো জোর করিনি, কৃষকেরা স্বপ্রণোদিত হয়েই ঋণ শোধ করছেন।’
আলী হোসেন প্রধানিয়া আরও বলেন, ‘আমরা একেবারে নতুন গ্রাহকদের প্রণোদনা ঋণ দিয়েছি। এটা কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। যেসব কৃষক ঋণ পেয়েছেন, তাঁদের অনেকে উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবেন।’
জানা গেছে, চলতি অর্থবছরে দেশের ৫৯টি ব্যাংকের মোট কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬ হাজার ২৯২ কোটি টাকা। এর মধ্যে জুলাই-অক্টোবর সময়ে বিতরণ হয়েছে ৬ হাজার ৬২৯ কোটি টাকা, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ২৫ দশমিক ২২ শতাংশ। গত অর্থবছরে বছরের একই সময়ে বিতরণ হয়েছিল ৬ হাজার ৫৪ কোটি টাকা, যা ওই বছরের লক্ষ্যমাত্রার ২৫ দশমিক ১০ শতাংশ।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়