করোনাকে পেছনে ফেলে পবিত্র কাবায় মুসল্লির ঢল

করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিলের পর মুসল্লির ঢল নেমেছে পবিত্র কাবাচত্বরে। গত বৃহস্পতিবার পবিত্র দুই মসজিদে প্রবেশে অনলাইন অনুমোদন ও স্বাস্থ্যবিধি পালনের বাধ্যবাধকতা তুলে নেয় সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। ফলে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি চত্বরে জুমার নামাজে মুসল্লিদের ছিল উপচেপড়া ভিড়।

সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, করোনার বিধিশিথিলের পর প্রথমবারের মতো মসজিদুল হারামে ১০ লাখের মতো মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, টিকা না নিয়েও সৌদির প্রবাসী ও স্থানীয়রা পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে পারবে। তবে তাদের করোনা নেগেটিভ থাকতে হবে।

হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় কানায় কানায় পূর্ণ পবিত্র কাবা চত্বর করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রথমবারের মতো মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ওমরাহ পালন ও নামাজ আদায় করেছেন। সম্পূর্ণ ধারণক্ষমতায় হজযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ হজ পালন করতে আসা মুসল্লিরা বলছেন, পবিত্র মক্কার কাবা চত্বরে এসে বুঝতেই পারিনি করোনা নামক মহামারি পৃথিবীতে ছিল এবং এখনও রয়েছে। এখানকার ব্যবস্থাপনা অনেক সুন্দর লাগছে। কঠোর নিরাপত্তায় আমরা পবিত্র ওমরাহ হজ পালন এবং নামাজ আদায় করতে পারছি।

তারা বলেন, পবিত্র কাবাচত্বরে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ পালন ও ইবাদত করার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে এমন ব্যবস্থাপনায় আমরা অত্যন্ত খুশি। এমন ব্যস্থাপনার কারণে সৌদি সরকারকে ধন্যবাদ জানাই।

করোনা মহামারির কারণে গত দুই বছর রমজান মাস নিষ্প্রাণ থাকলেও এবার সৌদি আরবের সব মসজিদে তারাবিহ নামাজ, ইফতার, ও ইতেকাফের ওপর থাকছে কোনো নিষেধাজ্ঞা।

২০২০ সালে দেশটিতে কোভিড-১৯ মহামারি দেখা দেওয়ার পর প্রথমবারের মতো এমন দৃশ্য দেখা গেছে পবিত্র কাবাচত্বরে।
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া