আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কভিশিল্ড’ ভ্যাকসিনের প্রথম চালান দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার। এ টিকা এলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রয়োগের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার দায়ভার সরকার নেবে না এমন সম্মতিপত্রে স্বাক্ষর করলেই মিলবে টিকা। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, প্রথম ডোজ টিকা দেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হয়, এমন তথ্যের ভিত্তিতে প্রথম পর্যায়ে ২৫ লাখ মানুষকে ৫০ লাখ ডোজ দেয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে এ পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে। এখন ৫০ লাখ মানুষকে ৫০ লাখ ডোজের পুরোটাই দেওয়া হবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তথ্য অনুযায়ী প্রথম ডোজ দেয়ার ৮ থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যায়। প্রথম ডোজ আসার দুই মাসের মধ্যে দ্বিতীয় ডোজ আসবে। সে কারণে প্রথম ডোজের পুরোটাই ৫০ লাখ মানুষের ওপর প্রয়োগ করা হবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কভিশিল্ড’ টিকার প্রথম ৫০ লাখ ডোজের চালান ২৫ জানুয়ারির মধ্যে আসছে এমনটি ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে সরকার। টিকাদানের জন্য ২৬ জানুয়ারি থেকে অনলাইনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডা. খুরশীদ আলম।
তিনি বলেন, ‘২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল টিকা আনবে। তারা দুই দিন তাদের নিজস্ব ওয়্যারহাউজে রাখার পর আমাদের দেয়া তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে তার এ টিকা পৌঁছে দেবে।’
সংবাদ সম্মেলনে করোনার টিকা বিতরণ কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএনসি) ডা. মো. শামসুল হক ‘কভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা’ উপস্থাপন করেন।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়