বিক্ষোভের কারণে ‘আত্মগোপনে’ থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি টুইটে এ তথ্য জানিয়েছেন। ট্রুডো লিখেছেন, আমি বেশ সুস্থ বোধ করছি। জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশনা অনুসরণ করে এ সপ্তাহ ‘রিমোটলি’ কাজ করে যাবো। সোমবার সকালে জেনেছি আমি কোভিড-১৯ পজেটিভ। সবাই অনুগ্রহ করে টিকা নিন এবং সুরক্ষিত থাকুন।
এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস লিখেছে- ট্রুডোর করোনায় আক্রান্ত হওয়ার এ খবর এমন এক সময়ে এলো, যখন তিনি করোনাভাইরাসের বাধ্যতামূলক টিকাবিরোধী বিক্ষোভের পরে ‘আত্মগোপনে’ চলে গেছেন বলে রিপোর্ট প্রকাশ হয়েছে। ট্রাকচালকদের বাধ্যতামূলকভাবে টিকা নেয়ার নির্দেশ দিলে কয়েক হাজার ট্রাকচালক রাজধানী অটোয়াতে শনিবার বিক্ষোভ করেন। তারা কোভিড-১৯ এর টিকা বাধ্যতামূলক করা এবং অন্য জনস্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানান।
কয়েক হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট হিলে অবস্থান নেন। এর প্রেক্ষিতে ট্রুডো তার বাসভবন ছেড়ে স্বপরিবারে নিরাপত্তাহীনতার জন্য অজ্ঞাত স্থানে চলে যান বলে খবর বের হয়। সেখান থেকেই তিনি ওই টুইট করেছেন। তবে আসলে তিনি কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়