কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ শুক্রবার দেশটির আরও চার এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন। কাজাখ প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, ওই চারটি এলাকা হলো শ্যামকেন্ট, পূর্ব কাজাখস্তান, কারাগান্ডা ও তুর্কেস্তান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এর আগে পশ্চিম কাজাখস্তান, পাভলোদার এবং উত্তর কাজাখস্তান অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর শান্তিরক্ষীদের কাজাখস্তান ত্যাগের মধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের এমন ঘোষণা আসতে শুরু করে। দেশজুড়ে পরিস্থিতি ক্রমেই স্থিতিশীল হয়ে আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। গত ৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়