কাদিজের বিপক্ষে ২-০ গোলে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় কাদিজের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২।

শনিবার (১৫ এপ্রিল) কাদিজের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল। আসন্ন ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়র ও টনি ক্রুসসহ কয়েকজন নিয়মিত ফুটবলারকে মাদ্রিদে রেখে যান। তবে দলে ছিলেন বেনজেমা, রদ্রিগো এবং অ্যাসেনসিওরা। ম্যাচে মুহুমুর্হু আক্রমণ করেও এদিন গোল পেতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।

ম্যাচের শুরু থেকেই টানা আক্রমণ শাণাতে থাকে আনচেলত্তির শিষ্যরা। এরই ফাঁকে ১২তম মিনিটে প্রায় গোলে খেয়েই বসেছিল রিয়াল। আলফান্সো এসপিনোর কোনাকুনি নেওয়া শট থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে চলে যায়।

তবে গোলে পোস্ট বাঁধ সাধায় স্প্যানিশ শিরোপাধারীরা এই যাত্রায় বেঁচে যায়। ১৬তম মিনিটে প্রথম গোলের লক্ষ্যে শট নেন রিয়ালের অ্যাসেনসিও। কিন্তু কাদিজ গোলরক্ষক ডেভিড খিল কর্নারের মাধ্যমে সেটি ঠেকিয়ে দেন।

এরপর অ্যাসেনসিও থেকে পাওয়া বলে শট নেন বেনজেমা। কিন্তু এবারও তার সামন ডেভিড খিলের দেয়াল। এরপর ৩৫-৪০ মিনিটের মাঝে তিনটি সুযোগ নষ্ট করে সফরকারীরা। প্রথম দু’বার অবশ্য গোলরক্ষক ও ক্রসবারের কারণে সুযোগ বিফলে যায়।

কিন্তু তৃতীয় সুযোগে রদ্রিগো গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। যার ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।দ্বিতীয়ার্ধেও একই তালে সুযোগ হাতছাড়া করতে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

৫৭ মিনিটে রদ্রিগো ফাঁকা জাল পেয়েও কাজে লাগাতে পারেননি। একপাশে গোলরক্ষক ঝুঁকে পড়ায় আরেক পাশে এই সুযোগ পেয়েছিলেন তিনি। ৬৪ মিনিটে আবারও পোস্ট আটকে দেয় বেনজেমাকে। এভাবে একের পর এক গোলের দ্বারপ্রান্ত থেকে ফিরে হতাশায় মুষড়ে পড়ছিল আনচেলত্তি বাহিনী। তবে ম্যাচের ৭২তম মিনিটে অবশেষে ডেডলক ভাঙতে পারে রিয়াল।

অঁরেলিয়ে চুয়ামেনির পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু জোরাল শটে জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার নাচো। ফরোয়ার্ডদের ব্যর্থতার দিনে ডিফেন্ডারকেই তাদের টেনে তুলতে হলো।
এই বিভাগের আরও খবর
প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রথমআলো
বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

সমকাল
পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

কালের কণ্ঠ
আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

কালের কণ্ঠ
৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

ভোরের কাগজ
রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

যুগান্তর
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়