পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, ‘কারাগারে ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে’। শুক্রবার পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে লেখা এক চিঠিতে এ কথা বলেন বুশরা বিবি। খবর জিও নিউজের।
চিঠিতে বুশরা বলেন, আদালত ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আমার স্বামীকে কোনো যুক্তি ছাড়াই অ্যাটক কারাগারে রাখা হয়েছে। আইন অনুযায়ী তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার কথা।
ইমরানের স্ত্রী বলেন, পিটিআই চেয়ারম্যানের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বিবেচনা করে কারাগারে তাকে ‘বি’ শ্রেণির সুযোগ-সুবিধা দেওয়া উচিত। ইমরান খান একজন অক্সফোর্ড স্নাতক ও দেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। কিন্তু এ ধরনের সুযোগ-সুবিধা অ্যাটক কারাগারে নেই।
চিঠিতে কারাবন্দি ইমরানকে বাড়ির তৈরি খাবার দেওয়ার অনুমতি চেয়েছেন বুশরা। তিনি বলেন, কয়েক মাস আগে ইমরানকে দুবার হত্যাচেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় এখনও জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। তার জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। এমনও আশঙ্কা রয়েছে আমার স্বামীকে অ্যাটক কারাগারে বিষপ্রয়োগ করা হতে পারে।
এর আগে গত সপ্তাহে পিটিআিইয়ের কোর কমিটিও ইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। তারাও তাকে বাড়ির তৈরি খাবার দেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান।
৭০ বছর বয়সী ইমরান খান গত বছর নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীত্ব হারান। পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়