আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দখলমুক্ত কারাবাখ অঞ্চলের ফুজুলি জেলায় নতুন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুক্রবার আজারবাইজানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন দশকের আর্মেনীয় দখলদারিত্বের পর গত বছরের শেষে আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষে এই জেলার নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।
বিমানবন্দরটিতে দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ রানওয়ে সংযুক্ত করার সাথে সাথে আন্তর্জাতিক মানদণ্ডে একে সাজানোর পরিকল্পনা করা হয়েছে।
বিবৃতিতে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, ‘আমাদের মুক্ত ভূখণ্ডের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই বছর ফুজুলি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ শেষ করা হবে। অন্তত রানওয়ের নির্মাণ কাজ এই বছরের মধ্যেই শেষ হতে হবে। বিমানবন্দরের ভবন এই বছর বা আগামী বছরের মধ্যে তৈরি হবে।’
তিনি বলেন, শুশায় ভ্রমণ করতে আসা বিদেশী পর্যটকদের সুবিধার জন্যই কাছাকাছি বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে।
এছাড়া প্রেসিডেন্ট আলিয়েভ বৃহস্পতিবার ফুজুলি-শুশা হাইওয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। ২৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সুদীর্ঘ ফুজুলি-শুশা-আহমাদবায়লি সংযোগকারী হাইওয়ের নির্মাণের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়