কারাবাখ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া বাহিনীদের একটি অস্ত্রাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে আজারবাইজানের সামরিক বাহিনীর সদস্যরা।
টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) তারা জব্দকৃত এসব অস্ত্র প্রদর্শন করেন। অস্ত্রগুলোর মধ্যে স্নাইপার রাইফেল, শত শত কালাশনিকভ রাইফেল, রকেট চালিত গ্রেনেড এবং ক্রস চিহ্ন দিয়ে আঁকা চারটি ট্যাঙ্কসহ পদাতিক অস্ত্র রয়েছে।
সামরিক বাহিনী বলেন, অবৈধ আর্মেনীয় বাহিনীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে তারা এসব অস্ত্র জব্দ করেছেন।
আজারবাইজানের দ্বিতীয় সেনা কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইস বারখুদারভ বলেন, ‘বনের মধ্যে এরকম অনেক অস্ত্র আছে। সবগুলো আমরা নিয়ে আসতে পারিনি।’
শুশা জেলার আজারবাইজানীয় কর্নেল আনার ইভাজভ জানান, তারা নিরস্ত্রীকরণ প্রক্রিয়া পরিচালনাকারী রাশিয়ান শান্তিরক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘এই অঞ্চলে অবৈধ আর্মেনিয়ান সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিরস্ত্র করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের তালিকার মধ্যে রয়েছে চারটি ট্যাংক, ১২টি হাউইটজার, ১২টি মর্টার, ৪৬৮টি মাইন, ৯৫৬টি চার্জ, ৪৪১টি মর্টার শেল, ২২টি গ্রেনেড লঞ্চার, ৪৬টি গ্রেনেডের শেল, ৩১৩টি ছোট অস্ত্র, ৬৬,২৪০টি গুলি এবং ৬২টি হ্যান্ড গ্রেনেড।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নাগোর্নো-কারাবাখে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে আজারবাইজানের সেনারা। সেই সঙ্গে ওই অঞ্চলে শান্তি ফেরাতে আর্মেনীয় সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানায় দেশটির কর্তৃপক্ষ। আজারি সেনাদের অভিযানের ফলে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।
অন্যদিকে সংঘাত থামাতে অস্ত্রবিরতির প্রস্তাব দেয় রাশিয়া। বুধবার (২০ সেপ্টেম্বর) অস্ত্রবিরতিতে সম্মতি জানায় উভয় পক্ষ। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নাগোর্নো-কারাবাখে একটি অস্ত্রবিরতে পৌঁছেছে তারা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পানিশিয়ান বলেছেন, দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হওয়াটা ‘খুব গুরুত্বপূর্ণ’।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়