কেমন হবে কনের সঙ্গীদের সাজ?

বিয়ের অনুষ্ঠানে কনের চেয়েও সাজ-পোশাক নিয়ে যাঁদের আগ্রহ-উদ্দীপনা বেশি তাঁরা হলেন কনের বোন, বান্ধবী। বিয়ের মাসখানেক আগে থেকেই কী পরবেন, কেমন সাজবেন, ট্রেন্ড কী—এসব নিয়ে চলে ভাবনা আলোচনা। ‘গেট ধরা’, শরবত-মিষ্টি পরিবেশন, ফুলের পাপড়ি ছিটিয়ে অভিবাদন, বিয়ের মঞ্চে আয়নায় মুখ দেখা—সবখানে পাওয়া যায় কনের সঙ্গীদের। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কনের সঙ্গীদের সাজ-পোশাকের চলতি ধারা জানাচ্ছেন জিনাত জোয়ার্দার রিপা।

চলতি ধারা
‘পোশাক-আশাকে যাঁর যেমন পছন্দ তাই তো পরেন। তবে বিয়ের ক্ষেত্রে কনের সঙ্গে মিলিয়ে বিয়ে অনুষ্ঠানের নানা পর্বে সাজেন কনের বোন ও বান্ধবীরা। অনেক সময় দেখা যায়, কনের বোনের চেয়েও বান্ধবীদের উদ্দীপনা বেশি থাকে। এই সময়ে লেহেঙ্গা, শারারা বেশ চলছে বিয়ে বা বউভাত অনুষ্ঠানে।

কনে যদি লেহেঙ্গা পরেন তাহলে সেই রঙে বা তার অন্য কোনো শেডে বোনেরা বা বান্ধবীরাও তেমন লেহেঙ্গা বা শারারা পরছেন। এখন তো উজ্জ্বল রঙের জয়জয়কার। নীল, আকাশি, সোনালি, লাল, ম্যাজেন্টা, গোলাপি, হলুদ—সব রংই বেশ চলছে। কাজের ক্ষেত্রে জারদৌসি, মিহি বুনন, চুমকির ভরাট কাজ লেহেঙ্গা বা শারারায় বেশি মানায়। এতে কনে সঙ্গীর সাজও অন্যের চেয়ে আলাদা হয়। ’ কনে সঙ্গীর সাজ প্রসঙ্গে এসব কথা বললেন বিশ্বরঙের স্বত্বাধিকারী ডিজাইনার বিপ্লব সাহা।

ডিজাইনার হুমায়রা খান বলেন, ‘এখন সবাই পশ লুক চান। তবে কনের সঙ্গীদের পোশাকের নকশা হালকা হলেই ভালো। এতে তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে। কনের মতো ভারী লুক না দিয়ে বরং একটা অভিজাত ভাব ফুটে উঠবে। সাজটাও মিনিমাল হওয়া চাই। চোখ সাজে গুরুত্ব পেলে চেহারা অনন্যতা পাবে। আইশেডে পোশাকের রং বেছে নেওয়া যেতেই পারে। চুলের বাঁধন এমন হওয়া চাই যেন তা দীর্ঘক্ষণ সেট থাকে। আর গয়নার ক্ষেত্রে এই সময়ে সিঙ্গল বা ডুয়াল মোটিফই ধারা। অর্থাত্ কানে বড় একটি দুল বা গলায় বিছানো মালার লহরি। ডুয়ালে এর যেকোনোটির সঙ্গে হাতে চূড় বা বালা। ’

অভিজাত লুকে রিসিপশন
মসলিন, সিল্ক, কাতানের শাড়ি বিয়েতে চিরকাল মেয়েদের পছন্দের শীর্ষে। এই সময়ে এতে যুক্ত হচ্ছে নবতর ভ্যালু, মোটিফ আর নকশা। এখন ফ্লোরাল বা ফুলেল নকশার চাহিদা বেশি। কাজে শিমার ফিতা বা ট্রেন্ডি ভাষায় গোটাপাত্তির নকশা বেশ চলছে। এর সঙ্গে যোগ হচ্ছে হাতের ভরাট বুনন বা এমব্রয়ডারি, জরি, চুমকির কাজ। রঙের বেলায় প্যাস্টেল শেডই পছন্দ করছেন মেয়েরা। আর গত কয়েক বছর ব্লাউজের নকশা বা কাট বেশ গুরুত্ব পাচ্ছে। টপ, ক্রপড টপ, ম্যাগি, রাবীন্দ্রিক, স্লিভলেস নানা নকশার ব্লাউজ বেছে নিতে দেখা যাচ্ছে। সাজের ক্ষেত্রে নুড বা স্কিন টোন মেকআপে নিজেদের সাজিয়ে তুলছেন সবাই—জানালেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি গয়নার বেলায় এই সময়ের ধারার কথা মনে করিয়ে দিয়ে বলেন, সোনালির সঙ্গে কালো মেটাল বা রুপার গয়নাও দিব্যি পরছেন মেয়েরা। অথবা শাড়ির সঙ্গে ভারী গয়নাই পরতে হবে—এই ধারণাকে অতীত করে মেয়েরা এখন বিয়ের মতো জমকালো অনুষ্ঠানেও শুধু একটি দুল বা গলায় একটা চোকার কিংবা হাতে একটা বালা পরেই ফুটিয়ে তুলছেন নিজেদের স্টাইল স্টেটমেন্ট।
এই বিভাগের আরও খবর
বন্ধ হচ্ছে প্রকল্পে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ

বন্ধ হচ্ছে প্রকল্পে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ

জাগোনিউজ২৪
রূপচর্চায় এই ৮ উপায়ে ব্যবহার করুন তিল

রূপচর্চায় এই ৮ উপায়ে ব্যবহার করুন তিল

বাংলা ট্রিবিউন
নাটকীয়তার পর হাসনাতের বিয়ের খবর, শুভেচ্ছা জানালেন সারজিস

নাটকীয়তার পর হাসনাতের বিয়ের খবর, শুভেচ্ছা জানালেন সারজিস

দৈনিক ইত্তেফাক
বিকিনি পরে ঘুরতে চান স্ত্রী , তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!

বিকিনি পরে ঘুরতে চান স্ত্রী , তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!

দৈনিক ইত্তেফাক
বাজারে দুবাই রাজকুমারী শেখা মেহরার সুগন্ধী, নাম ডিভোর্স

বাজারে দুবাই রাজকুমারী শেখা মেহরার সুগন্ধী, নাম ডিভোর্স

বিডি প্রতিদিন
দক্ষিণ আফ্রিকায় ১০ ফুট দীর্ঘ স্যান্ডউইচ!

দক্ষিণ আফ্রিকায় ১০ ফুট দীর্ঘ স্যান্ডউইচ!

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া