ক্যাপিটল হিলে দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার বিষয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করেছে তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেসের প্যানেল। শুক্রবার (২১ অক্টোবর) ট্রাম্পের বিরুদ্ধে এ সমন জারি করা হয়। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য কংগ্রেস কমিটির সামনে হাজির হতে ও আর্জি অনুযায়ী দলিলপত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সে ক্ষেত্রে কংগ্রেস কমিটি বিষয়টিকে বিচার বিভাগে পাঠিয়ে দিতে পারে যার মানে হচ্ছে ফৌজদারি তৎপরতা শুরু হয়ে যাবে।

ডোনাল্ড ট্রাম্প যদি এ সমনের আদেশ না মানেন তবে তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সাক্ষ্যপ্রমাণ জমা দিতে তাঁর হাতে ৪ নভেম্বর পর্যন্ত সময় আছে। তাঁকে ১৪ নভেম্বরের মধ্যে অবশ্যই প্যানেলের সামনে হাজির হতে হবে।

কংগ্রেসের প্যানেলের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, আপনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচনকে উলটে দেওয়ার চেষ্টা করেছিলেন। অবৈধ ও অসাংবিধানিক জেনেও আপনি এ ধরনের অপচেষ্টা করেছেন। এ ঘটনার একমাত্র কেন্দ্রীয় ব্যক্তি আপনি।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের একজন আইনজীবী আইনপ্রণেতাদের এ উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এ তদন্তকে আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে অব্যবস্থাপনা চলছে তা থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে নেওয়ার অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননকে কংগ্রেসের সিদ্ধান্ত অবমাননার দায়ে ৬ হাজার ৫০০ ডলার জরিমানা ও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ব্যানন কংগ্রেস প্যানেলের সামনে হাজির হতে ও দলিলপত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নভারোর বিরুদ্ধে।
এই বিভাগের আরও খবর
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

সংবিধান পাল্টে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া