খতিয়ে দেখা হচ্ছে ইসলামী ব্যাংকের শতকোটি টাকার বেশি ঋণের তথ্য

ইসলামী ব্যাংকের ঋণ অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের নির্ধারিত সময়সূচি গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে ব্যাংকটি পরিদর্শনে যে পরিস্থিতি ধরা পড়েছে, তাতে ওই সময়ে পরিদর্শন শেষ করতে পারেনি। এ জন্য পরিদর্শন অব্যাহত রেখেছেন কর্মকর্তারা, এবার কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি।

পরিদর্শক দলের কর্মকর্তারা আলোচনায় থাকা সব ধরনের কোম্পানির ঋণের হিসাব খোলার বিবরণী থেকে শুরু করে বিতরণ পর্যন্ত তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি ১০০ কোটি টাকার বেশি যত ঋণ দেওয়া হয়েছে, তাদের তথ্য চেয়েছে। ১০ কোটি টাকার বেশি পে–অর্ডারের মাধ্যমে যেসব টাকা বের করা হয়েছে, তারও নথি চেয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করবেন কর্মকর্তারা।

 পরিদর্শন শেষ না হওয়ায় ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক মুখ খুলতে চাইছে না। এ জন্য সংস্থাটির মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ কোন মন্তব্য করতে রাজি হননি।  

ঠিক হচ্ছে নথিপত্র, বসছে সাইনবোর্ড
এদিকে যেসব কোম্পানির ঋণ অনিয়মের বিষয়ে আলোচনা হচ্ছে, সেসব কোম্পানির নথিপত্র পূর্ণাঙ্গ করতে শুরু করেছে ইসলামী ব্যাংক। কারণ, আগে যাচাই–বাছাই না করে দিনে দিনে কোম্পানি খুলে টাকা ছাড় করা হয়েছে। পাশাপাশি যেসব ঠিকানা ব্যবহার করে টাকা বের করা হয়েছে, তাতেও বসানো হচ্ছে সাইনবোর্ড।

গত ২৩ নভেম্বর বনানীর ডি ব্লকের ১৭ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে গিয়ে দেখা যায় রাজশাহীর নাবিল গ্রুপের অফিস। তবে এই ঠিকানা ব্যবহার করে মার্টস বিজনেস লাইন, মেডিগ্রিন ইন্টারন্যাশনাল ও এসএস স্ট্রেইট লাইন ইন্টারন্যাশনালের নামে বের করা হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে ১ থেকে ১০ নভেম্বর মার্টস বিজনেস লাইন ও মেডিগ্রিন ইন্টারন্যাশনালকে দেওয়া হয় ১ হাজার ৮০০ কোটি টাকা। 

আলোচনায় আসার পর নাবিল গ্রুপের অফিসে এই তিন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝোলানো হয়েছে। তবে নাবিল গ্রুপের ওয়েবসাইটে এই প্রতিষ্ঠানগুলোর নাম নেই।
এ নিয়ে জানতে নাবিল গ্রুপের এমডি মো. আমিনুল ইসলামকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

তারল্যে বিশেষ নজর
ব্যাংকটির ঋণ অনিয়মের বিষয় আলোচনায় আসার পর ব্যাংকটির প্রধান কার্যালয় তারল্য ব্যবস্থাপনায় তদারকি বাড়িয়েছে। প্রতিদিন দুই বার সব শাখাকে টাকা জমা ও উত্তোলনের তথ্য জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইতিমধ্যে সব শাখার ব্যবস্থাপকদের সঙ্গে অনলাইনে সভা করেছেন। এতে কেউ যাতে টাকা চেয়ে ফেরত না যান, তার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভ্রান্তিতে পড়ে কেউ টাকা তুলে নিতে চাইলে, তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি বড় করপোরেট গ্রাহকেরাও ব্যাংকটির সঙ্গে সম্পর্ক গুটিয়ে নিতে চাইছেন। আবার বিতরণ করা ঋণ ফেরত আনতে নিয়েছে বিশেষ উদ্যোগ। এর অংশ হিসেবে রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংক থেকে ১ হাজার ১০০ কোটি টাকা ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে একটি গ্রুপ।

চলতি বছরের ৩০ নভেম্বর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫০ হাজার ৩৭২ কোটি টাকা। ৩১ অক্টোবর যা ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা। আর সেপ্টেম্বরে আমানত ছিল ১ লাখ ৫২ হাজার ৮৬০ কোটি টাকা। এখন ব্যাংকটির ঋণের পরিমাণ ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ইসলামি ধারার ব্যাংকগুলোকে আমানতের সাড়ে ৯ শতাংশ সিআরআর (নগদ জমার হার) ও এসএলআর (বিধিবদ্ধ জমার হার) রাখতে হয়। ফলে ইসলামী ব্যাংক নতুন করে ঋণ দেওয়ার ক্ষমতা হারিয়েছে।

তারল্য–সংকট এড়াতে ব্যাংকটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এক শাখার হিসাবে অন্য শাখায় টাকা জমা ও উত্তোলনে মাশুল ছাড় দিয়েছে ব্যাংকটি। যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। আগে এক শাখার গ্রাহক ওই জেলার অন্য শাখায় এক লাখ টাকা জমা বা উত্তোলন করলে তাঁকে ২২৫ টাকা মাশুল দিতে হতো। আর এক জেলা থেকে অন্য জেলার শাখায় এক লাখ টাকা জমা ও উত্তোলনে মাশুল দিতে হতো ৩০৫ টাকা।

এসব নিয়ে জানতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
এই বিভাগের আরও খবর
আদানির বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো বাংলাদেশ

আদানির বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো বাংলাদেশ

ভোরের কাগজ
৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

জাগোনিউজ২৪
১০ শতাংশ মানুষ ভোগ করছে ৮৫ শতাংশ সম্পদ

১০ শতাংশ মানুষ ভোগ করছে ৮৫ শতাংশ সম্পদ

যুগান্তর
নাটোরে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধনের পরপরই ক্রেতাদের উপচে পড়া ভিড়

নাটোরে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধনের পরপরই ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রথমআলো
আমদানি অব্যাহত, তবুও কমছে না আলু-পেঁয়াজের দাম

আমদানি অব্যাহত, তবুও কমছে না আলু-পেঁয়াজের দাম

যুগান্তর
চীনা বিনিয়োগের কোনো প্রকল্পেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না

চীনা বিনিয়োগের কোনো প্রকল্পেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া